ফাইল ছবি
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ কিছু কিছু ব্যাংক দেশে অবস্থানরত নির্ধারিত ব্যক্তি বা সুবিধাভোগীদের হিসাবে সময়মতো জমা দিচ্ছে না। ফলে পাঠানো অর্থ পেতে দেরি হচ্ছে প্রবাসীর মা, বাবা, স্ত্রী-সন্তান বা সুবিধাভোগীদের। তাই রেমিট্যান্স পাঠানোর দুই দিনের মধ্যে টাকা নির্ধারিত সুবিধাভোগীর হিসাবে জমার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৮ অক্টোবর) এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।
এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে প্রবাসী রেমিট্যান্সের অর্থ বেনিফিশিয়ারির কাছে বিতরণের নিয়ম সঠিকভাবে পরিপালন করা হচ্ছে না। তাই নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়সীমা দুই কার্যদিবসের মধ্যে প্রবাসী রেমিট্যান্সের অর্থ যথাযথভাবে বেনিফিশিয়ারির কাছে বিতরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।
নানা পদক্ষেপের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোতে প্রবাসীদের উৎসাহিত করছে সরকার। তারপরও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের প্রথম ১৩ দিনে দেশে ৭৮ কোটি ১২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা ছিল বিগত ৪১ মাসে সর্বনিম্ন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, আগস্ট মাসে দেশে ১৫৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল আর জুলাই মাসে আসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার।
আরো পড়ুন: বর্তমানে দেশের রিজার্ভ ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার
২০২২-২৩ অর্থবছরের জুলাইতে ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ৪ লাখ ৮০ হাজার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার, মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ও জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
২০২২-২৩ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর ২০২১-২২ অর্থবছরে দেশে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স, যা ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ৫৭ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার কম।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৯-২০ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ১০ হাজার ডলার। ২০১৮-১৯ অর্থবছরে দেশে ১ হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এসকে/