শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ! *** ভারতের মথ ডাল এ দেশে এসে মুগ ডাল হয়ে যাচ্ছে কেন *** জাহানারা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি *** ‘শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা ফাঁস করল বিবিসি’ *** বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

রেমিট্যান্সে সুবাতাস, ২৪ দিনে এলো ১৪৯ কোটি ডলার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

প্রবাসী আয়ে সুবাতাস বইছে, চলতি মাসের (নভেম্বর) প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

সোমবার (২৭শে নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য অনুযায়ী- নভেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় আসছে ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮৩৩ মর্কিন ডলার। আগের বছর একই সময়ে প্রতিদিন এসেছিল ৫ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ ডলার। চলতি বছরের অক্টোবরে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এ হিসাবে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় কিছুটা বাড়লেও, চলতি বছরের অক্টোবর মাসের চেয়ে নভেম্বরে প্রবাসী আয় কিছুটা কমেছে।

এই বছরের সেপ্টেম্বর মাসে গত ৪৪ মাসের মধ্যে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈধপথে সর্বনিমম্ন প্রবাসী আয় পাঠান। এরপরে প্রবাসী আয়ের ডলারের মূল্য বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে সরকারের নির্ধারিত ২ টাকা ৫০ পয়সার পাশাপাশি আরও ২ টাকা ৫০ পয়সা দেওয়ার ফলে অক্টোবর মাসে প্রবাসী আয় বাড়তে থাকে। ১৭ নভেম্বর পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। কিন্তু ১৭ নভেম্বরের পরের সপ্তাহে আবারও কিছু কমে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, নভেম্বরের ২৪ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার; কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার; বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলার মাধ্যমে এসেছে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার এবং দেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এই মাসের ২৪ দিনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক ইন্ডিয়ার মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

ওআ/

রেমিট্যান্স প্রবাসী আয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250