সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে সেপ্টেম্বরে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ফাইল ছবি

চলতি বছরে বাংলাদেশে পাইলট প্রকল্পের আওতায় আশ্রিত কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে পরিকল্পনা করছে সরকার। এজন্য আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল রাখাইন সফরে যাবে। তারা সেখানে অঞ্চলটির মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবে।

রবিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে এবং আরও সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদের একটি প্রতিনিধিদলের মিয়ানমার যাওয়ার কথা আছে। তাদের সাথে মিয়ানমারে মহাপরিচালক পর্যায়ের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা রাখাইন প্রদেশের পরিস্থিতি সরেজমিনে দেখে আসতে পারবেন।”

তিনি আরো বলেন, “তারপর মিয়ানমার থেকে একটি প্রতিনিধিদল এখানে আসবে। তারা ব্যক্তি পর্যায়ে রোহিঙ্গা এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলবে। তারা যেসব কথা আমাদের শেয়ার করেছে, সেটা রোহিঙ্গাদের সঙ্গে শেয়ার করলে ওদের কনফিডেন্সটা বাড়বে।”

এসময় চলতি বছরের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান মাসুদ বিন মোমেন। তিনি বলেন, “বর্ষা মৌসুমে মুভমেন্ট করা কঠিন আছে। আমরা আশা করছি, শুষ্ক মৌসুমে। সে কারণে বর্ষা শেষ হলে সেপ্টেম্বরে প্রস্তুতি নেওয়া যেতে পারে। এ বছরের সেপ্টেম্বরে প্রস্তুতি নিলে হাতে তিনটা মাস থাকবে।”

ডিসেম্বরের আগে প্রত্যাবাসন হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র-সচিব বলেন, “আমরা তো আশা রাখি।”

পাইলট প্রকল্পের আওতায় কত রোহিঙ্গাকে পাঠানোর লক্ষ্য রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা তিন হাজারের ওপরে তালিকা দিয়েছি। এর মধ্যে ওরা যতজনকে নেয়। একটা পরিবার থেকে যেন ভেঙে না নেয় এবং একই এলাকা থেকে যেন নেয়, সেটাও দেখতে হবে। আমাদের প্রাথমিক আলোচনা ছিল হাজারখানেক।”

এম.এস.এইচ/ 

রোহিঙ্গা মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব

খবরটি শেয়ার করুন