বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

র‌্যাংকিংয়ে বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

মেয়েদের ওয়ানডে র‍্যাংকিংয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা ওপেনার ফারজানা আক্তার পিংকি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে তিনি আইসিসির ব্যাটারদের র‍্যাংকিংয়ে সেরা বিশে উঠে এসেছেন। এছাড়া ২৩ বছর বয়সী স্পিনার নাহিদা আক্তারও ইতিহাস গড়ে উঠে এসেছেন বোলারদের র‍্যাংকিংয়ের সেরা বিশে।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১৬০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা।

মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডেতে তিনিই বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। ভারতের বিপক্ষে ১-১ ড্র হওয়া সিরিজের প্রথম দুই ম্যাচেও তিনি ২৭ ও ৪৭ রানের দুটি ইনিংস খেলেন। এতে ১১ ধাপ এগিয়ে ফারজানা উঠে এসেছেন র‍্যাংকিংয়ের ১৯ নম্বরে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে উঠেছিলেন রুমানা।

এতদিন সেটাই ছিল বাংলাদেশের সেরা র‍্যাংকিং। ফারজানার রেটিং পয়েন্ট এখন ৫৬৫। এটাও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে নাহিদা আক্তারও গড়েছেন ইতিহাস।

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৭ রানে ৩ উইকেট নেওয়া এই স্পিনার উঠে এসেছেন শীর্ষ বিশে। ৪ ধাপ এগিয়ে নাহিদার অবস্থান এখন ১৯ নম্বরে। আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে এটিও বাংলাদেশের সেরা। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে র‍্যাংকিংয়ের ২০তম অবস্থানে ছিলেন সালমা খাতুন। যা এতদিন পর্যন্ত বাংলাদেশের সেরা র‍্যাংকিং ছিল।

ওআ/

বাংলাদেশ ক্রিকেটার আইসিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন