রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিবিসি ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’: ট্রাম্পের প্রেস সেক্রেটারি *** ডায়াবেটিস, স্থূলতা বা হৃদরোগ থাকলে বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন *** এক রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন... *** পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী *** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

র‌্যাংকিংয়ে বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

মেয়েদের ওয়ানডে র‍্যাংকিংয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা ওপেনার ফারজানা আক্তার পিংকি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে তিনি আইসিসির ব্যাটারদের র‍্যাংকিংয়ে সেরা বিশে উঠে এসেছেন। এছাড়া ২৩ বছর বয়সী স্পিনার নাহিদা আক্তারও ইতিহাস গড়ে উঠে এসেছেন বোলারদের র‍্যাংকিংয়ের সেরা বিশে।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১৬০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা।

মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডেতে তিনিই বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। ভারতের বিপক্ষে ১-১ ড্র হওয়া সিরিজের প্রথম দুই ম্যাচেও তিনি ২৭ ও ৪৭ রানের দুটি ইনিংস খেলেন। এতে ১১ ধাপ এগিয়ে ফারজানা উঠে এসেছেন র‍্যাংকিংয়ের ১৯ নম্বরে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে উঠেছিলেন রুমানা।

এতদিন সেটাই ছিল বাংলাদেশের সেরা র‍্যাংকিং। ফারজানার রেটিং পয়েন্ট এখন ৫৬৫। এটাও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে নাহিদা আক্তারও গড়েছেন ইতিহাস।

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৭ রানে ৩ উইকেট নেওয়া এই স্পিনার উঠে এসেছেন শীর্ষ বিশে। ৪ ধাপ এগিয়ে নাহিদার অবস্থান এখন ১৯ নম্বরে। আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে এটিও বাংলাদেশের সেরা। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে র‍্যাংকিংয়ের ২০তম অবস্থানে ছিলেন সালমা খাতুন। যা এতদিন পর্যন্ত বাংলাদেশের সেরা র‍্যাংকিং ছিল।

ওআ/

বাংলাদেশ ক্রিকেটার আইসিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250