রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি!

লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে হত্যা, ১১ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

মঙ্গলবার (২২ আগস্ট) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মো. মিলন ও রুবেল নামের দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক। মামলায় অন্য ১১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 

যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন মো. জামাল হোসেন (৩৯), জসিম উদ্দিন (৩৪), শাহজাহান (২৯), ফয়সাল খান জয় (২৯), মিলন ওরফে সিএনজি মিলন (৩৩), আল আমিন (৩৯), মো. বরকত (২৬), মো. নিশান (২৬), মো. লোকমান (৩৫), মো. রুবেল (২৯) ও মো. সুমন (৩৬)। দণ্ড ও খালাস পাওয়া আসামিরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ও দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণী থেকে জানা গেছে, নিহত খোরশেদ আলম মিরন সদর উপজেলার দত্তপাড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে দত্তপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন তিনি। তখন আসামিরা দলবদ্ধভাবে ওই দোকানে উপস্থিত হয়ে খোরশেদ আলম মিরনকে গুলি করে হত্যা করেন।

এ ঘটনায় ওই বছরের ৩০ সেপ্টেম্বর নিহত ব্যক্তির স্ত্রী তাহমিনা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেন। ২০২১ সালের ২৪ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) হাসান জাহাঙ্গীর হোসেন আদালতে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এসকে/ 

খোরশেদ আলম মিরন হত্যা ১১ জনকে যাবজ্জীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন