রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শান্তিচুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জোয়ার বইছে : পার্বত্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় শান্তিচুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জোয়ার বইছে। পাহাড়ে দুই যুগের সমস্যার স্থায়ী সমাধান হয়েছে।

রোববার (১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে প্রান্তিক কৃষকের মাঝে উন্নতমানের কৃষি যন্ত্রপাতি ও অনুদানের চেক বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকদের জীবনমান বাঁচিয়ে রাখতে সরকার কষি খাতে ভর্তুকি দিচ্ছে। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে আজ উন্নয়ন ঘটছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খিসা, খাগড়াছড়ি মং সার্কেল চিফ রাজা সাচিংপ্রু চৌধুরী ও খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান মো. শানে আলম প্রমুখ বক্তব্য রাখেন।

আরো পড়ুন : পিটার হাসের বক্তব্যের নিন্দা: ১৯০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

অনুষ্ঠানে চার কোটি টাকার কৃষি যন্ত্রপাতি ছাড়াও ৩৯১ ব্যক্তি-প্রতিষ্ঠানের মাঝে প্রাণিসম্পদ, মৎস্য, মিশ্র ফল চাষাবাদ, তথ্য প্রযুক্তি উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির আওতায় এক কোটি টাকা এবং আপদকালীন ত্রাণ হিসেবে ১৪৬ জনকে ৫৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এসকে/ এএম/ 

চট্টগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য মন্ত্রী শান্তিচুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন