শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো *** পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার *** পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ *** ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের *** ছয় মাসে কী সংস্কার করা হয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের *** ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ *** কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা চলবে: আইএমএফ *** সংশোধিত ওয়াক্ফ আইন স্থগিত করলেন ভারতের সুপ্রিম কোর্ট *** হিন্দু নারীর বিয়ে, বিচ্ছেদ, সম্পত্তিতে উত্তরাধিকার বিষয়ে পারিবারিক আইনে সংস্কার প্রযোজন

শিক্ষার অধিকার পুনরুদ্ধারে জাতিসংঘের হস্তক্ষেপ প্রার্থনা আফগান নারীদের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

কাবুল থেকে প্রায় ১১ হাজার কিলোমিটার দূরে জাতিসংঘের ৭৮ তম সাধারণ পরিষদে বিশ্ব নেতারা আফগান নারী ও শিশু অধিকার সম্পর্কেও আলোচনা করবেন।

২০২২ সালের ডিসেম্বরে আফগান শাসক তালেবান গোষ্ঠী মেয়েদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নেয় এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়।

এ বিষয়ে আফগানিস্তানের এক নারী অধিবাসী গাজালা বলেন, তালেবান গোষ্ঠী তাদের মুখের হাসি কেড়ে নিয়েছে। তাদেরকে জোরপূর্বক ঘরবন্দি করে রেখেছে। আন্তর্জাতিক মহলে নিজেদের প্রভাব বজায় রাখতে নারীদের অধিকারকে পদস্খলিত করেছে তালেবানরা। 

তিনি বিশ্বের অন্যান্য দেশের কাছে অনুরোধ জানিয়ে বলেন, তালেবান গোষ্ঠী তাদের অধিকার কেড়ে নিলেও অন্যান্যদের উচিত নারীদের অধিকার ফিরিয়ে দেওয়া।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, শিক্ষার উপর নিষেধাজ্ঞা প্রয়োগের ফলে আফগানিস্তানের দশ লাখেরও বেশি মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। যদিও স্থানীয় একটি অলাভজনক সংস্থার মতে এ সংখ্যা বিশ লাখেরও বেশি।

গাজালা বিশ্ব নেতাদের কাছে আফগান নারীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায়। সরকারিভাবে, তালেবানরা ষষ্ঠ শ্রেণির বাইরে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে।

আরো পড়ুন: হরদীপ সিং হত্যাকাণ্ড : ভারতের পক্ষে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

তবে বাস্তবতা হলো আফগান চরমপন্থী শাসকগোষ্ঠী মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা থেকেও বঞ্চিত করছে।

দুই বছর ধরে এ দেশে নারীশিক্ষা নিষিদ্ধ হলেও জাতিসংঘের নীরবতা হতাশ করেছে আফগান নারীদের। নারীদের অধিকার পুনরুদ্ধারের ব্যাপারে কেউই তেমন আগ্রহী নয় বলে জানান তারা। 

তালেবানরা নারীদের নার্সিং কোর্স করার অনুমতি প্রদান করলেও কট্টরপন্থী শাসকগোষ্ঠী নারী পুরুষ সম্মিলিতভাবে কাজ করতে হয় এমন চাকরির সুযোগ থেকে নারীদের বঞ্চিত করেছে। অর্থাৎ কোর্স সম্পন্ন করলেও চাকরির সুযোগ পাচ্ছে না নারীরা।

এসকে/ এএম/ 

আফগানিস্তান জাতিসংঘ নারী শিক্ষার অধিকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন