সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

শিশু একাডেমিতে গান-কবিতায় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলাদেশ শিশু একাডেমিতে আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

বাঁশির শোকার্ত সুরের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুরা কবিতা ও গান পরিবেশন করে। কবিতা ও গানের পরে প্রদর্শন করা হয় ফ্রেমে বাঁধা মুখগুলো শিরোনামে ১৫ আগস্ট ভয়াল রাতে শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের পরিচয়। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেন, ইসলামের ইতিহাসে সবচেয়ে করুন, মর্মান্তিক হত্যাকান্ড ছিল কারলার হত্যাকাণ্ড। কিন্তু কারবালায়ও নারী ও শিশুদের হত্যা করা হয়নি। ১৫ আগস্টে অন্তসত্তা নারীও রেহাই পায়নি। 

তিনি আরও বলেন, পৃথিবীতে অনেক সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছে। মহাত্মা গান্ধী, আব্রাহাম লিংকন, কেনেডি সহ অনেককেই হত্যা করা হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর মত কাউকেই সপরিবারে হত্যা করা হয়নি। রেহাই পায়নি শিশুপুত্র শেখ রাসেলও।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা তাঁর  ছাত্রজীবনে বঙ্গবন্ধুর সাথে সখ্যতা এবং বঙ্গবন্ধুর সান্নিধ্যের প্রসঙ্গ তুলে স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। 

স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বলেন, ১৫ আগস্ট শুধুমাত্র বুকের মাঝে কালো ব্যাজ পরিধান নয়, ১৫ আগস্ট শুধু ফুলের বেদিতে ফুল দেয়া নয়, ১৫ আগস্ট শুধুমাত্র শ্রদ্ধাঞ্জলি জানানো নয়। ১৫ আগস্ট আমাদের আরও বড় শিক্ষা দিয়েছে। আজকে যারা নবীন প্রজন্ম, আজকে যারা শিশু কিশোর প্রজন্ম তারা আগামী দিনকে গড়ে তুলবে তাদেরকে জানাতে হবে এই ১৫ আগস্টের ইতিহাস,  মর্মার্থ।

তিনি আরও বলেন, শিশুদের মাঝে বঙ্গবন্ধুর চেতনা কিভাবে ছড়িয়ে যাচ্ছে তা বোঝানোর জন্যই আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন একজন ছোট শিশু। 

শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বিশেষ অতিথির বক্তব্যে শিশুদের উদ্দেশ্যে বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে অন্তরে ধারণ করে যাব সারাজীবন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করব।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন, বঙ্গবন্ধু শিশুদের কাছে ছিলেন দারুণ প্রিয়। ১৯৭২ সালে কচিকাঁচার মেলার শিশুদের ৩০০ আঁকা ছবিশুভেচ্ছা উপহার হিসেবে তিনি রাশিয়া সফরে সঙ্গে করে নিয়ে যান। 

উক্ত অনুষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ভিডিও কন্টেন্ট,  ডিজিটাল আর্ট, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির শিশু প্রতিনিধি ৪র্থ শ্রেণির ছাত্র কাওসার বিন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।

ওআ/

শিশু একাডেমি শোক দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250