বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একজন সাংবাদিক জেলখানায় আছে, অথচ কেউ কিছু লেখেননি’ *** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮ *** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব

শীতে ফ্যাশনেবল পুরুষ হয়ে উঠবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

যারা ফ্যাশনপ্রেমী, তাদের কাছে শীতকাল একটি আকর্ষণীয় ঋতু। এ সময় প্রয়োজনের তাগিদে নতুন গরম পোশাক কিনতে হয়। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। এখন শীত মানে আলাদা ফ্যাশন। তাই পোশাক একটু ফ্যাশনেবল হবে সেটাই স্বাভাবিক। ‘ফ্যাশন’ শব্দের সঙ্গে মেয়েদের একটা গভীর সম্পর্ক থাকলেও, বর্তমানে ছেলেদের ক্ষেত্রেও রয়েছে সমান গুরুত্ব। তাই শীতের পোশাকে চাই ভিন্নতা ও নতুনত্ব।


ড্রেস কোড বজায় রাখতে হয় করপোরেট অফিসগুলোতে। বেশিরভাগ জায়গায় ফরমাল অথবা সেমি-ফরমাল স্টাইলের হয়ে থাকে। তাই ফ্যাশন সচেতনরা শীতের সময় ব্লেজার, স্যুট, সোয়েটার—সব ধরনের পোশাকেই সামঞ্জস্যতা রাখতে পছন্দ করে। তাদের কথা মাথায় রেখে ফরমাল, সেমি-ফরমাল বা ক্যাজুয়াল পোশাকের সংগ্রহ দেখা যায় ফ্যাশন হাউসগুলোতে। যার মধ্যে পাওয়া যায় অ্যাশ সিঙ্গেল ব্রেস্টেড, ব্ল্যাক স্ট্রাইপড, বিস্কুট টাক্সিডো স্যুট। আবার ক্যাজুয়াল কাটিংয়ের সিঙ্গেল ব্লেজারও পাওয়া যায়। যেটা আপনি প্যান্টের সঙ্গে কালার মিলিয়ে বা কনট্রাস্ট করে, সেমি–ফরমাল স্টাইলে পরতে পারবেন।

আরো পড়ুন : বিয়ে বাড়ির সাজের সহজ কয়েকটি টিপস


শীত বেশি হলে সিঙ্গেল জার্সি বুননের পাতলা সোয়েটারও ক্যাজুয়াল ব্লেজারের সঙ্গে পরা যায়। এগুলো গোল ও ভি-গলার হয়ে থাকে। আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে নেবেন।


জনপ্রিয় সোয়েট শার্ট কয়েক বছর ধরে বেশ ট্রেন্ডে আছে। এর ভিন্নতা রয়েছে কলারের দিক থেকে। ক্যাজুয়াল ব্লেজার বা জ্যাকেটের বিপরীতে ভালো মানায় টার্টেল নেক, ভি ও গোল গলার সোয়েট শার্টগুলো। এখন ট্রেন্ডি রয়েছে হলুদ, অ্যাশ, নেভি ব্লু, ডার্ক রেডের মতো কালারগুলো। এ ধরনের পোশাকের সঙ্গে চিনোস অথবা ডেনিমের প্যান্ট মানানসই। নিজেকে আরও স্টাইলিশ করতে পোশাকের সঙ্গে মিল রেখে পায়ে থাকা চাই মানানসই জুতা। এর জন্য লোফারের মতো ট্রেন্ডি কিছু পছন্দের তালিকায় রাখতে পারেন। আবার যারা সোয়েটারের থেকে শার্টকে বেশি প্রাধান্য দেবেন, তাদের হিসাব আলাদা।


শীতে জ্যাকেট সব সময়ই জনপ্রিয় তরুণদের কাছে। তারা এটাকে ক্লাসিক ড্রেস বলে মনে করেন। অতীতে এর প্রতি ভালোলাগা যেমন ছিল, এখনও তাই আছে। তবে এখন জ্যাকেটেও রয়েছে ভিন্নতা। এতে আছে হুডের, নন-হুডের, ডেনিমের, প্যারেড, নন-প্যারেড, বোম্বার, শ্যাকেটের মতো বাহারি ধরন। স্টাইল অনুযায়ী মূলত এর ভিন্নতা। এই পোশাকে পকেটের ব্যবহার বেড়েছে। এ ছাড়া এতে রয়েছে জিপার, বোতাম ও ফিতা। আর এই সবকিছু এক জ্যাকেটেই ব্যবহৃত হচ্ছে । আবার এর পাশাপাশি ট্রেন্ডে রয়েছে একরঙা প্রিন্টেড ও প্যাটার্ন জ্যাকেট।

এস/ আই.কে.জে/

পুরুষ শীতে ফ্যাশনেবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250