শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শীতে চায়ের সঙ্গে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমাদের সকলের পরিচিত পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানি। এই খাবারটি চায়ের সঙ্গে বেশ জমে। শীত এলে চায়ের সঙ্গে নোনতা বাকরখানির জনপ্রিয়তা এখনও তুঙ্গে। পুরান ঢাকা বাদেও ঢাকার অনেক জায়গায় বাকরখানি পাওয়া যায়। সচরাচর মিষ্টি আর নোনতা, এই দুই প্রকারের বাকরখানি পাওয়া যায়। তবে বাকরখানির শুধু এই দুটি প্রকরণই রয়েছে এমন নয়। চলুন জেনে নেওয়া যাক প্রকরণগুলো: 

নোনতা বাকরখানি


বাকরখানি বললে সচরাচর নোনতা বাকরখানিকেই সবাই চেনে। নোনতা বাকরখানির লেয়ার থাকে অনেক। আর এই বাকরখানি অনেক স্পর্শকাতর। হাতে নিলেই ভেঙে যায়। 

আরো পড়ুন : ঋতু বদলে সর্দি-কাশি সারাতে যেভাবে খাবেন মধু

মিষ্টি বাকরখানি


নামটি দেখেই বুঝতে পারছেন। এই বাকরখানিতে মিষ্টি যোগ করা হয়। নোনতা বাকরখানি থেকে এই বাকরখানির সাইজ ছোট হয়। সাইজটি অবশ্য দোকানের ওপর নির্ভর করে। 

ঝাল বাকরখানি


এই বাকরখানিতে কি ঝাল দেওয়া হয়? কিভাবে যোগ করে? মশলা দিয়ে? না। কোরবানি ঈদের সময় প্রচুর মাংস পাওয়া যায়। এই মাংস জ্বাল দিতে দিতে ঝুরা ঝুরা হয়ে গেলে তা দিয়ে পুর দেওয়া হয় বাকরখানির। এভাবে তৈরি হয় ঝাল বাকরখানি।

এস/ আই. কে. জে/ 

শীত বাকরখানি

খবরটি শেয়ার করুন