সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শুঁটকির সঙ্গে চিংড়ি দিয়ে রান্না করা যাবে নানা পদ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

তাজা চিংড়ি মাছ আর শুঁটকি মাছ একসঙ্গে রেঁধে দেখেছেন কখনো। দুটি মাছ মিলিয়ে ভিন্ন এই রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা


উপকরণ: বড় চিংড়ি ২৫০ গ্রাম, লইট্ট্যা শুঁটকি ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, টমেটো ২টি (টুকরা করে কাটা), হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া স্বাদমতো, ধনেগুঁড়া ১ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, কাঁচা মরিচ স্বাদমতো, ধনেপাতাকুচি ২ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, পানি ১ কাপ।

আরো পড়ুন: ছোলা খেলে বাড়ে যৌনশক্তি

প্রণালি: লইট্ট্যা শুঁটকি দেড় ইঞ্চি আকারে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। প্যানে তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিন। সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। লইট্ট্যা শুঁটকি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিন। আধা কাপ পানি দিয়ে দিন। সেই সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। পানি শুকিয়ে এলে চিংড়ি ও কাঁচা মরিচ দিয়ে ২–৪ মিনিট কষিয়ে নিন।

আধা কাপের মতো পানি দিয়ে রান্না করে ধনেপাতাকুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। মনে রাখতে হবে যে চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না। এতে মাছ শক্ত হয়ে যায়। আপনি চাইলে এই দোমাছার সঙ্গে আলু বা বেগুনও দিতে পারেন।

এসি/ আইকেজে 

শুঁটকি চিংড়ি রান্না

খবরটি শেয়ার করুন