ছবি: ঝিনাইদহের কৃতী সন্তান শুভাশিস বিশ্বাস সাধন
প্রথমে ঢাকা সিটির শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন। অবশেষে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-২০২৩ নির্বাচিত হন। এর আগেও তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং তারই শিক্ষা প্রতিষ্ঠান ‘মডেল একাডেমি’ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে। তিনি হলেন শুভাশিস বিশ্বাস সাধন। তিনি মডেল একাডেমি, মিরপুর-১, ঢাকা-এর প্রধান শিক্ষক। জন্মস্থান ঝিনাইদহ। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
শুভাশিস বিশ্বাস সাধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। ব্যক্তি জীবনে তিনি একজন হাসিখুশি, সামাজিক ও পরোপকারী মানুষ।
করোনার সময়ে নিজের জীবন বাজি রেখে সারা মিরপুরে করোনা সংক্রান্ত শৃংখলা ফিরিয়ে এনেছিলেন। সারা দেশের মানুষ তাকে অনুসরণ করেছে। এক নামে সারা দেশের মানুষ তাকে চিনেছে।
আই.কে.জে/