প্রতীকী ছবি
উর্ধ্বমুখী হতে শুরু করেছে ঢাকার শেয়ারবাজার। যে কোম্পানিগুলোর শেয়ারের দাম মূল্যস্তরে আটকে আছে, সে কোম্পানিগুলোর শেয়ার ছাড়া বাকি কোম্পানিগুলোর অধিকাংশেরই দাম বেড়েছে।
সোমবার (২১ আগস্ট) সকাল থেকে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় শতাধিক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে বলে জানা গেছে। এসময় ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ দশমিক ০৭ পয়েন্ট; ডিএসইএস সূচক বেড়েছে ৩ দশমিক ৯৬ পয়েন্ট; ডিএস ৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ৫৫ পয়েন্ট।
এক্ষেত্রে খাতভিত্তিক কোম্পানিগুলোর লেনদেনে দেখা যায় যে, মূল্য বৃদ্ধিতে এগিয়ে আছে সিমেন্ট, খাদ্য ও বীমা খাত।
এদিকে শেয়ারবাজারে আজ আবারও লেনদেনের শীর্ষে আছে ফু ওয়াং ফুড। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৮০ লাখ টাকার। দ্বিতীয় স্থানে আছে সোনালী পেপার। এই কোম্পানির লেনদেন হয়েছে ১৭ কোটি টাকার শেয়ার। তৃতীয় স্থানে আছে সি পার্ল। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৮৩ লাখ টাকার।
সোমবার বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন