বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারকে ধন্যবাদ, দেশ ছাড়ার পরিকল্পনা নেই: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, তার দেশ ছাড়ার কোনো পরিকল্পনা নেই। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইমরান খান শুক্রবার (২৬ মে) এক টুইটে বলেছেন, ‘আমার নাম এক্সিট কন্ট্রোল লিস্ট বা ইসিএল-এ (যেসব নাগরিক দেশ ত্যাগ করতে পারবেন না বলে সরকারি তালিকা দেয়া হয় তাকে ইসিএল বলে আখ্যা দেয়া হয়।) দেয়ায় আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দেশত্যাগের কোনো ইচ্ছা নাই। কারণ দেশের বাইরে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায় নাই। এমনকি দেশের বাইরে আমার একটা ব্যাংক অ্যাকাউন্টও নাই।’

দেশের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকাকে নিজের প্রিয় জায়গা উল্লেখ করে ইমরান খান তার টুইটে আরও বলেন, ‘যখন আমি কোনো অবসর পাই, এবং যখন পাব তখনই আমি দেশের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় যাই এবং যাব। কারণ এটিই আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা।’

এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিসহ দলের ৮০ জনের বেশি নেতার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় গত বৃহস্পতিবার (২৫ মে)।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পিটিআই নেতাদের মধ্যে তালিকায় রয়েছেন আসাদ উমর, মালেকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমিন রশিদ ও আসলাম ইকবাল।’ তিনি আরও বলেন, ‘ইমরান খান ও বুশরা বিবিসহ এসব নেতাকে নো ফ্লাই তালিকায় এক্সিট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

শাহবাজ শরিফের এ বিশেষ সহকারী আরও বলেন, ‘পিটিআই নেতাদের এই তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও বিমানবন্দরে পাঠানো হয়েছে।’

আরো পড়ুন: হজের আগে ওমরাহর সময়সীমা বেঁধে দিল সৌদি

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়েছে, তালিকায় নাম থাকা ব্যক্তিদের পাকিস্তান ত্যাগের অনুমতি দেয়া হবে না।

এর আগে, বুধবার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সরকার।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন