রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাউদিকে নিয়ে দুঃশ্চিন্তায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অধিনায়ক কেইন উইলিয়ামসনকে নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিল নিউজিল্যান্ড। তবে দ্রুত পুনর্বাসনের মাধ্যমে সেই শঙ্কা ছাপিয়ে বিশ্বকাপ দলে তিনি জায়গা করে নিয়েছেন। তবুও যে তাদের চিন্তা কমে গেছে তা বলার সুযোগ নেই। চোটমুক্ত রাখতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখছে কিউইরা। তবে এরই মাঝে দুঃসংবাদ নিয়ে হাজির টিম সাউদি।

ইংল্যান্ডের বিপক্ষে গতকাল (শুক্রবার) চতুর্থ ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন অভিজ্ঞ কিউই পেসার টিম সাউদি। পরবর্তীতে তার চোটের সর্বশেষ অবস্থা কিউইদের জন্য বড় ধাক্কাই বলা চলে।

গত বিশ্বকাপের রানার্সআপ দলটি ইংলিশদের বিপক্ষে গতকাল ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে। এর মাধ্যমে ৩-১ ব্যবধানে সিরিজ হেরে যায় টম ল্যাথামের দলটি। এর আগে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে ২-২ ব্যবধানে ড্র করে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। তবে ওয়ানডে সিরিজ শেষ হতেই কপালে ভাঁজ ফেলা খবর নিয়ে এসেছে সাউদির চোট।

আর.এইচ/ আই.কে.জে/


সাউদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন