আফিফ হোসেন - ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দল। এমনকি কথা হচ্ছে ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও। আফগান বোলারদের সামনে দুই ম্যাচেই খাপছাড়া ছিল টাইগার ব্যাটিং লাইনআপ। এমনকি সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করা পেস বিভাগও ব্যর্থ আফগানদের সামনে।
সমালোচনার জন্ম দিয়েছে সাত নম্বর পজিশনও। কেননা এই পজিশনে খেলার জন্য যোগ্য দাবিদার হিসেবে বেশ কয়েকজনের নাম ওঠে এসেছিল। তবে তাদের মধ্যে থেকে আফিফ হোসেনের ওপরই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু হতাশ করলেন এই ব্যাটার। প্রথম ওয়ানডেতে ৪ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে গোল্ডেন ডাক খেয়েছেন তিনি।
আরো পড়ুন: বিশ্বের সেরা স্পিন অ্যাটাক আফগানিস্তানের: নিক পোথাস
তারপরও আফিফের কাঁধে ভরসার হাত রাখলেন পোথাস। তিনি বলেন, 'এই প্রশ্ন নির্বাচকদের জন্য, আমার জন্য না। আফিফ দুইটা ম্যাচ খেলেছে। আমরা যদি শুধু পরিবর্তনের চিন্তা করি তাহলে এটা খেলোয়াড়দের উপর চাপ তৈরি করবে। ৭ নম্বর পজিশন দলের ভারসাম্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচকরা কি ভাবছে এই প্রশ্ন তাদের করা উচিৎ। রান না করে আউট হলে বিশ্বের কোনো ব্যাটারই বলবে না সে খুশি। আমি ব্যাটার আফিফকে নিয়ে শতভাগ খুশি।'
এম/