শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে সুপার ফোরের লড়াই শুরু হয়ে গেছে। এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। গত ২ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান টুর্নামেন্টের গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু, বৃষ্টির কারণে সেই ম্যাচ বাতিল হয়ে যায়। এই ম্যাচেও লাগতে পারে একটা বড়সড় ধাক্কা।

আগামী রোববার (১০ সেপ্টেম্বর) সুপার ফোরেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে বলে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

এছাড়া সুপার ফোরের বাকি ম্যাচগুলোও বৃষ্টিতে ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদন বলছে, এসিসি ও পিসিবি আলোচনা করে কেবল ১০ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তানের ম্যাচটির জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

সূচি ঘোষণার সময় এশিয়া কাপের ফাইনালে রিজার্ভ ডে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। ১৭ সেপ্টেম্বরের ওই ম্যাচের রিজার্ভ ডে বহাল থাকছে। 

আর.এইচ/ আই.কে.জে/ 

ভারত-পাকিস্তান

খবরটি শেয়ার করুন