রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে আটকা পড়া দুইশ পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হচ্ছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে প্রায় দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন। 

লঘুচাপের প্রভাবে জারি করা সতর্ক সংকেত রোববার (১ অক্টোবর) বিকালে প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদফতর। ফলে আবহাওয়া অনুকূলে থাকলে আজ সোমবার  টেকনাফ থেকে জাহাজ গিয়ে সেন্টমার্টিনে আটকা পড়া সেই পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী। 

তিনি বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সাগরের সৃষ্ট লঘুচাপের কারণে রোববার দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়া বিরাজমান ছিল। সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে সব ধরনের নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ ছিল। তাই দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাবতীয় যানবাহন চলাচল বন্ধ ছিল।

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সংকেত কেটে যাওয়ায় আগামীকাল সোমবার টেকনাফ থেকে জাহাজ সেন্টমার্টিন যাবে।  পর্যটকরা ফিরতে পারবেন।

আরো পড়ুন: সাধারণ হোটেলের সঙ্গে পাঁচ তারকা হোটেলের পার্থক্য কী

গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক। রবিবার দুপুর পর্যন্ত আবহাওয়া অধিদফতর সতর্ক সংকেত বলবৎ রাখায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ নৌ-যান চলাচল বন্ধ ছিল। ফলে রবিবারও আটকা পড়া পর্যটকদের ফেরত আনা সম্ভব হয়নি।

এসি/ আই.কে.জে

পর্যটক সেন্টমার্টিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন