মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
সান্তিয়াগো বার্নাব্যুর জ্বলজ্বলে আলো আরও একটি ক্লাসিক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে।টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় সান্তিয়াগো বার্ন্যাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগে লড়বে সিটি-রিয়াল।
মাঠের শক্তিতে কিঞ্চিৎ এগিয়ে থাকলেও ইতিহাস-ঐতিহ্যে কিন্তু রিয়ালের চেয়ে ঢের পিছিয়ে সিটি। অবশ্য এই সেমিটা জিততে পারলে ঐতিহ্যের পথেও যাত্রা শুরু করবে পেট্টো ডলারে পুষ্ট ইংলিশ এ ক্লাবটি।
সিটি প্রথমবার রিয়ালের মুখোমুখি হয়েছিল ২০১২ সালের সেপ্টেম্বরে। এর পর এ ১১ বছরেই মধ্যপ্রাচ্যের মালিকানাধীন ক্লাবটি রিয়াল মাদ্রিদের সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে। এই সময়ের মধ্যে আটবার মুখোমুখি হয়েছে তারা। যেখানে উভয় দল তিনটি করে ম্যাচ জিতেছে, দুটি ড্র হয়েছে। তবে গুরুত্বপূর্ণ সব ম্যাচই জিতেছে ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল।
গত মৌসুমে তো চরম নাটকীয়তায় গার্দিওলার সিটিকে অতিরিক্ত সময়ে গিয়ে ৬-৫ গোলে হারিয়ে দিয়েছিল রিয়াল। সেদিন জয়সূচক গোলটি করে সিটির হৃদয় ভেঙে দেন বেনজেমা। দারুণ ফর্মে আছেন ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। তাকে ঘিরেই দাবার ঘুঁটি সাজাচ্ছেন রিয়াল বস কার্লো আনচেলত্তি। দুরন্ত ফর্মে আছেন রিয়ালের আক্রমণভাগের আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়রও। তবে রক্ষণভাগে এডার মিলিতাও সাসপেন্ড থাকায় কিছুটা চিন্তায় আছে স্প্যানিশ জায়ান্টরা।
কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হওয়ার পর রিয়াল মাদ্রিদের মনোযোগের কেন্দ্রবিন্দু এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইংলিশ চ্যাম্পিয়নদের বিদায় করে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের ফাইনালের টিকিট পাওয়াটা নিঃসন্দেহে ভীষণ চ্যালেঞ্জিং। তাতে উতরে যেতে সবকিছু করার চেষ্টা করবেন বলে জানালেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি।
তিনি বলেন, ' ম্যাচটির জন্য আমরা মুখিয়ে আছি। আমরা জানি যে বার্নাব্যুতে তারা আমাদের চাপ প্রয়োগ করবে। আর প্রথম লেগে আমাদের ১১ জনের বিপক্ষে ১২ জন খেলার সুবিধা আছে।'
আগের বছর চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে অবিস্মরণীয় এক ম্যাচের জন্ম দিয়েছিল রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে নাটকীয়ভাবে জেতে সিটিকে হতাশায় ডুবিয়েছিল রিয়াল। এবার আবারও একই মঞ্চে মুখোমুখি দুদল। ভেতরে থাকা প্রতিশোধের আগুণ বের হওয়া স্বাভাবিক। তবে ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়াল বলছেন, কোন প্রতিশোধের চিন্তা কাজ করছেন না তাদের। স্রেফ আরেকটি নতুন লড়াই মনে করে খেলবেন তারা।
মাদ্রিদে পৌঁছে সম্পূর্ণ ভিন্ন মেজাজ দেখালেন গার্দিওলা। তারমতে প্রতিশোধের কোন ব্যাপার নেই এখানে, 'এরকম ভাবা ভুল হবে। আমরা এখানে প্রতিশোধ নিতে আসিনি। যা হওয়ার ছিল হয়েছে, ফুটবলে প্রাপ্য যা সেটাই হয়। ফাইনালে যেতে সম্ভাব্য সেরাটা দিয়েও হয়নি আমাদের। গতবার যে শিক্ষা পেয়েছি তা হলো ভালো পারফর্ম করে ফল নিশ্চিত করেই যেন আমরা ম্যানচেস্টারে দ্বিতীয় লেগে যেতে পারি।'
আরো পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে আজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ
১৯৭০ সালে কাপ উইনার্স কাপ জেতার পর আর কোন উয়েফা শিরোপার দেখা পায়নি ম্যানসিটি। চ্যাম্পিয়ন্স লিগে তাদের সর্বোচ্চ সাফল্য ২০২১ সালে ফাইনালে পৌঁছা। পেপ গার্দিওলার অধীনে সিটি চারটি লিগ শিরোপা জিতেছে। ইংলিশরা কিন্তু ভীষণ আশাবাদী। তাদের এই আশার কেন্দ্রে আছেন আর্লিং হালান্ড। দুরন্ত ছন্দে থাকা নরওয়ের এই স্ট্রাইকার রিয়ালকে ছিন্নভিন্ন করে দেবে বলেই তাদের বিশ্বাস।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের শেষ চারেও মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি। রোমাঞ্চকর লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানের অগ্রগামিতায় সিটিকে ছিটকে দিয়ে ফাইনালে উঠেছিল রিয়াল।
এম/