সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

যেসকল শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করেছেন তাদের ফলাফল আগামীকাল সোমবার (২৮ আগস্ট) প্রকাশ করা হবে। এদিন ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পুনঃনিরীক্ষণের ফলাফল দুপুরের পর একযোগে প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, “পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকাল সোমবার (২৮ আগস্ট) এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সে জন্য সব ধরনের প্রস্তুতি শেষ। সব বোর্ডে ফল একসঙ্গে প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, “ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থী এসএসসির বিভিন্ন বিষয়ের ১ লাখ ৯১ হাজারটিরও বেশি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।”

এম.এস.এইচ/ ওআ/

এসএসসি

খবরটি শেয়ার করুন