শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

স্বামীর যে চার কথায় কষ্ট পায় স্ত্রী’রা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দাম্পত্যে সুখ ও শান্তির জন্য স্বামী-স্ত্রীর দুজনেরই একে অপরকে সম্মান করা প্রয়োজন। একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা অটুট থাকা প্রয়োজন। আপনি যদি আপনার স্ত্রীকে দিনের পর দিন অপমান করেন, তবে আপনাদের সম্পর্কে চিড় ধরতে খুব বেশি সময় লাগবে না! কারণ, স্বামীর এক একটি খারাপ কথা স্ত্রীর মনে কাঁটার মতো বেঁধে! সুস্থ সম্পর্ক গড়ে ওঠার আগেই তা তাসের ঘরের মতো ভেঙে যায়।

আপনি নিশ্চয়ই স্ত্রীকে হারাতে চান না, কিংবা এটাও চান না যে আপনাদের সাজানো সংসার মুহূর্তে ভেঙে পড়ুক! তাহলে কথার উপর লাগাম পড়ান। স্ত্রীকে রাগের মাথায় কোনও কথা বলার আগে বারবার ভাবুন। আর ভুলেও এই ৪ কথা কোনদিন তাকে বলবেন না। 

‘বাড়ি থেকে বেরিয়ে যাও’

এই কথাটি ভুলেও নিজের স্ত্রীকে বলবেন না। মনে রাখবেন, সংসার করার জন্যে এবং আপনাকে বিশ্বাস করেই তিনি নিজের পরিবারকে ছেড়ে আপনার সঙ্গে এসেছেন। অনেক নতুন অভ্যাসকে রপ্ত করেছেন।

তাই তার উপর রাগ হলেও কখনো তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলবেন না। এতে আপনার স্ত্রী খুবই দুঃখ পাবেন। তার মনে এই কথাটি কাঁটার মতো বিঁধবে।

‘আমার জীবন নষ্ট করে দিয়েছ’

আপনার জন্যেই নিজের জীবনের অনেক ইচ্ছে-আশাকে বিসর্জন দিয়েছেন আপনার স্ত্রী। আপনাকে ভালো রাখার জন্যে প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছেন। তাই তাকে কখনো এই ধরনের কথা বলবেন না। এই ধরনের কথা মনে এলেও বলার আগে বারবার ভাবুন।

প্রয়োজনে কিছুক্ষণ শান্ত হয়ে বসুন এবং তারপর আবার কথা বলা শুরু করুন। মনে রাখবেন, রাগের মাথায় বলা এক-একটা কথা কিন্তু আপনার সংসার ভাঙার অন্যতম কারণ হয়ে উঠতে পারে।

তোমায় বিয়ে করে ভুল করেছি’

কখনো স্ত্রীকে এই ধরনের কথা বলবেন না। মনে রাখবেন, তিনি আপনাকে জোর করে বিয়ে করেননি। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে বিয়ের সিদ্ধান্ত আপনি নিজেই নিয়েছিলেন। তাই সেই কাজটি যদি কোনওভাবে আপনার জীবনের একটি ভুল পদক্ষেপ হয়, তবে তার দায়ভার আপনার। সেদিকে আপনাকেই নজর রাখতে হবে।

আরো পড়ুন: ফ্রিতে খেতেই কি ডেটিংয়ে যান নারীরা : কী বলছে গবেষণা

একান্তই যদি আপনার মনে হয় যে, স্ত্রীর সঙ্গে থাকতে পারবেন না, তাহলে সরাসরি এই বিষয় নিয়ে আলোচনা করুন। উল্টোপাল্টা কথা বলে সম্পর্ক বিষিয়ে তুলবেন না।

‘তোমার মতামতের কোনও গুরুত্ব নেই

এই কথাটির কোনও ভিত্তি নেই! তিনি আপনার স্ত্রী। তাকে ভালো রাখার দায়িত্বও আপনার। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার সঙ্গে একবার আলোচনা করে নেওয়া উচিত। আর তা যদি না করতে পারেন, তাহলে বুঝবেন সঙ্গী হিসেবে আপনিই অসম্পূর্ণ। তাই সংসারের কোনওরকম সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই স্ত্রীর সঙ্গে আলোচনা করুন।

এসি/ আই. কে. জে/ 



স্বামী-স্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন