মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হে মহান মুক্তিযোদ্ধা, আপনারা আমাদের গৌরব

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

হে মহান মুক্তিযোদ্ধা,

আসসালামু-আলাইকুম। আজ প্রতিযোগিতার উছিলায় আপনাদের নিয়ে লিখার সুযোগ পেয়ে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক মুক্তিযোদ্ধার প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। সকল মুক্তিযোদ্ধা আমাদের নিকট পরম শ্রদ্ধার পাত্র। আপনারা প্রত্যেক মুক্তিযোদ্ধা আমাদের অহংকার এবং গর্ব।

আপনারা বীর, আমরা আপনাদের বাংলাদেশের বাঙালি জাতির শ্রেষ্ঠ বীর সন্তান হিসেবে গ্রহণ করেছি। তাই আপনাদের আত্মসম্মান, শ্রদ্ধাবোধ ও মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের, যারা এখনো বেঁচে আছি। সেই মহান দায়িত্ব আমাদেরই নিতে হবে। মুক্তিযুদ্ধ যেমন গৌরবময় ঠিক তেমনই স্পর্শকাতরও। আমাদের সকলের বাংলাদেশের এই জন্ম ও অভ্যুদয় কোনো সহজ-সরল পথ ধরে আসেনি।

অনেক অনেক প্রাণের বিনিময়ে এবং আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের অনেক কিছু ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের এমন কিছু বলা বা করা উচিত নয় যা মুক্তিযোদ্ধাদের মর্যাদাকে ক্ষুন্ন করে। আপনাদের প্রতি রইলো অকৃত্রিম সম্মান, ভালোবাসা আর কৃতজ্ঞতা। 

--- শুভকামনায় 

সুফিয়া বেগম

আরও পড়ুন : শ্রদ্ধেয় বঙ্গবন্ধু, বড় হয়ে আপনার মতো হতে চাই

এস/ আই.কে.জে

মহান মুক্তিযোদ্ধা আমাদের গৌরব।

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250