সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হেপাটাইটিস রোগে আক্রান্ত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানে প্রতিটি পরিবারে অন্তত একজন ব্যক্তি হেপাটাইটিস বি এবং সি ভাইরাস রোগে ভুগছেন বলে আশংকা করা হয়েছে। রোগটি কিভাবে কাটিয়ে উঠা যায়- এর প্রাসঙ্গিক ব্যবস্থার প্রয়োজন ব্যখ্যা দিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। যেখানে বিশ্বে প্রতি বছর ৪০ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় বলে উল্লেখ করা হয়েছে। 

দেশটির সরকারী পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক আল-ফরিদ জাফর গত বুধবার (৯ আগস্ট) লাহোরের জেনারেল হাসপাতালে আয়োজিত সচেতনতামূলক পদযাত্রার সময় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।   

এসময় তিনি উদ্বেগ জানিয়ে বলেন, "সারা বিশ্বে ৩২৮ মিলিয়ন মানুষ বিভিন্ন ধরনের হেপাটাইটিসে ভুগছে। যেখানে ১৭.৫ মিলিয়ন মানুষ হেপাটাইটিস সি রোগে আক্রান্ত হচ্ছেন।"

চিকিৎসা বিশেষজ্ঞরা গ্যাস্ট্রোএন্টারোলজি অর্গানাইজেশনের গবেষণা প্রতিবেদন অনুসারে বলেছেন, "পাকিস্তান বিশ্বের তৃতীয় বৃহত্তম হেপাটাইটিস সি দ্বারা আক্রান্ত দেশ- প্রতিবেদন দ্য এক্সপ্রেস ট্রিবিউন।"  

এতে আরও বলা হয়, "২০১৫ সালে বিশ্বে হেপাটাইটিসের কারণে ১৩.৪০ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে এবং এই পরিসংখ্যানগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।"

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হেপাটাইটিস বি এবং সি এর কারণে প্রতিদিন ১১১ জনেরও বেশি মানুষ মারা যায়। যেখানে পাকিস্তানে ১.৫ মিলিয়নেরও বেশি লোক উভয় রোগে ভুগছে। তবে তাদের বেশিরভাগই এটি সম্পর্কে অবগত নয়।  

অধ্যাপক আল-ফরিদ জাফর আরও বলেন, "হেপাটাইটিস বি এবং সি অত্যন্ত মারাত্মক ভাইরাস এবং বিশ্বে অসংখ্য মানুষ এ রোগে মৃত্যুবরণ করে। বেশিরভাগ পাকিস্তানি অর্থনৈতিক এবং সামাজিক সমস্যার কারণে মেডিকেল চেকআপের জন্য যান না। এছাড়াও তাদের মধ্যে কেউ কেউ এটি সম্পর্কে অবগত নন বলেছে এক্সপ্রেস ট্রিবিউন'এর প্রতিবেদন।" 

অধ্যাপক বলেন, "রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সিলেবাসে হেপাটাইটিস বি ও সি বিষয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করাও জরুরি।"  

তিনি ভাইরাসের সংক্রমণ রোধে অপারেশন থিয়েটার, নাপিতের দোকান এবং ডেন্টিস্টদের ক্লিনিকগুলিতে ব্যবহৃত যন্ত্র জীবাণুমুক্ত করার গুরুত্বের উপর জোর দেন। রাস্তার ধারে কাজ করা নাপিত এবং দাঁত ও কান পরিষ্কার করা অপ্রশিক্ষিত ব্যক্তিরা এই ভাইরাসের দ্রুত বিস্তারের প্রধান কারণ বলেও উল্লেখ করেন তিনি।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, হেপাটাইটিস সি মহামারীতে আক্রান্ত হয় বিশ্বের ৭১ মিলিয়নেরো বেশি লোক। পাকিস্তানে প্রায় ৭১ মিলিয়ন লোক বসবাস করে, যেখানে ১০ শতাংশ লোক হেপাটাইটিস সি'তে আক্রান্ত হচ্ছে।   

এসকে/  আই.কে.জে/ 


পাকিস্তান হেপাটাইটিস ভাইরাস

খবরটি শেয়ার করুন