ছবি: সংগৃহীত
চাঁদপুর জেলার হাজীগঞ্জে ১২ বছর বয়সি সুম্মিয়া আলম সারা ১৮ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন।
সুম্মিয়া আলম হাজীগঞ্জ উপজেলার পৌর মকিমাবাদ ৪নং ওয়ার্ড কাশারিবাড়ির বাসিন্দা শুকুর আলম শুভর মেয়ে।
সুম্মিয়া হাজীগঞ্জ যিন-নুরানি মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী।
সবার দোয়া চেয়ে সুম্মিয়ার বাবা শুকুর আলম শুভ জানান, মেয়েকে সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি ভাষা ও কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করি। আল্লাহতায়ালা যেন তাকে কুরআনের খেদমত করার এবং কুরআনের বাণী মানুষের নিকট পৌঁছাতে পারে সেই তৌফিক দান করেন।