শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে

দুইশ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও সেলাই মেশিন দিল রোটারি ক্লাব অব ঢাকা মহানগর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

২০০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও সেলাই মেশিন দিল রোটারি ক্লাব অব ঢাকা মহানগর। ছবি: সুখবর

দুইশ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও শিক্ষার্থীদের পোশাক তৈরি শেখানোর জন্য সেলাই মেশিন উপহার দিয়েছে রোটারি ক্লাব অব ঢাকা মহানগর। সম্প্রতি পল্লবীর মিরপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও সেলাই মেশিন বিতরণের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস ও সেলাই মেশিন তুলে দেন রোটারি ক্লাব অব ঢাকা মহানগরের সভাপতি সাকিলা আক্তার মিমি, সাবেক সভাপতি শ্রাবণী সরকার ও এক্সিকিউটিভ কমিটির মেম্বার ড. আফসানা চৌধুরী।

সাকিলা আক্তার মিমি সুখবরকে জানান, ‘বিশ্বের ১১৮টি দেশে রোটারি কার্যক্রম চলছে।  ২০১২ সাল থেকে আমাদের কার্যক্রম চলছে। বাংলাদেশে ৫০০টির মত রোটারি ক্লাব রয়েছে। রোটারি ক্লাব অব ঢাকা মহানগর রাজধানীর বনানী, মিরপুর, মানিকগঞ্জ ও নরসিংদীর চারটি স্কুলকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকি।’

শ্রাবণী সরকার সুখবরকে জানান, নিম্নবিত্তের সন্তানরা ফ্রি স্কুলে পড়াশোনা করে। এদের মা-বাবারা যেখানে যেমন পোশাক পায় সেটাই সন্তানদের জন্য নিয়ে আসে। তাই একেকজন একেক রকম পোশাক পরে স্কুল আসে। এতে স্কুলের পরিবেশ নষ্ট হয়। তাই আমরা ফ্রি স্কুলগুলোতে একই রঙের স্কুল ড্রেস দেওয়ার ব্যবস্থা করেছি। নতুন স্কুল ড্রেস পেয়ে খুশি মিরপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা। 

দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী কুমকুম উচ্ছ্বসিত কণ্ঠে সুখবরকে বলে, স্কুল ড্রেস পেয়ে দারুণ খুশি আমি। স্কুল ড্রেস পেয়ে খুব ভালো লাগছে। এখন স্কুলে নতুন সুন্দর এ পোশাকটি পরে আসতে পারবো।

নতুন ড্রেস পেয়ে পঞ্চম শ্রেণির নাছিমা আক্তার সুখবরকে বলে, ‘আগে ভালো জামাকাপড় না থাকার কারণে স্কুলে আসতে চাইতাম না। এখন নতুন ড্রেস পেয়ে নিয়মিত স্কুলে আসবো।’

এ আয়োজনে সহযোগিতা করেছেন রোটার‌্যাক্ট ক্লাব অব মহানগর ঢাকা ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব ঢাকা মহানগর।  

এস/ আই. কে. জে/ 

শিক্ষার্থী স্কুল ড্রেস সেলাই মেশিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন