২০০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও সেলাই মেশিন দিল রোটারি ক্লাব অব ঢাকা মহানগর। ছবি: সুখবর
দুইশ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও শিক্ষার্থীদের পোশাক তৈরি শেখানোর জন্য সেলাই মেশিন উপহার দিয়েছে রোটারি ক্লাব অব ঢাকা মহানগর। সম্প্রতি পল্লবীর মিরপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও সেলাই মেশিন বিতরণের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস ও সেলাই মেশিন তুলে দেন রোটারি ক্লাব অব ঢাকা মহানগরের সভাপতি সাকিলা আক্তার মিমি, সাবেক সভাপতি শ্রাবণী সরকার ও এক্সিকিউটিভ কমিটির মেম্বার ড. আফসানা চৌধুরী।
সাকিলা আক্তার মিমি সুখবরকে জানান, ‘বিশ্বের ১১৮টি দেশে রোটারি কার্যক্রম চলছে। ২০১২ সাল থেকে আমাদের কার্যক্রম চলছে। বাংলাদেশে ৫০০টির মত রোটারি ক্লাব রয়েছে। রোটারি ক্লাব অব ঢাকা মহানগর রাজধানীর বনানী, মিরপুর, মানিকগঞ্জ ও নরসিংদীর চারটি স্কুলকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকি।’
শ্রাবণী সরকার সুখবরকে জানান, নিম্নবিত্তের সন্তানরা ফ্রি স্কুলে পড়াশোনা করে। এদের মা-বাবারা যেখানে যেমন পোশাক পায় সেটাই সন্তানদের জন্য নিয়ে আসে। তাই একেকজন একেক রকম পোশাক পরে স্কুল আসে। এতে স্কুলের পরিবেশ নষ্ট হয়। তাই আমরা ফ্রি স্কুলগুলোতে একই রঙের স্কুল ড্রেস দেওয়ার ব্যবস্থা করেছি। নতুন স্কুল ড্রেস পেয়ে খুশি মিরপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা।
দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী কুমকুম উচ্ছ্বসিত কণ্ঠে সুখবরকে বলে, স্কুল ড্রেস পেয়ে দারুণ খুশি আমি। স্কুল ড্রেস পেয়ে খুব ভালো লাগছে। এখন স্কুলে নতুন সুন্দর এ পোশাকটি পরে আসতে পারবো।
নতুন ড্রেস পেয়ে পঞ্চম শ্রেণির নাছিমা আক্তার সুখবরকে বলে, ‘আগে ভালো জামাকাপড় না থাকার কারণে স্কুলে আসতে চাইতাম না। এখন নতুন ড্রেস পেয়ে নিয়মিত স্কুলে আসবো।’
এ আয়োজনে সহযোগিতা করেছেন রোটার্যাক্ট ক্লাব অব মহানগর ঢাকা ও ইন্টার্যাক্ট ক্লাব অব ঢাকা মহানগর।
এস/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন