সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভোক্তা মহাপরিচালক

৩৫ টাকায় আলু পেতে অপেক্ষা করতে হবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

আলুর দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সরকার আলুর দাম ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দিয়েছে। শুধু তাই নয়, দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযানও শুরু করেছে।

তবে বাজারে আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। সরকার বেঁধে দেওয়া আলুর দাম ভোক্তা পর্যায়ে পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে হিমাগার মালিক ও আলুর খুচরা-পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বাজার বিশৃঙ্খলা নিয়ে আমরা জানি, আপনারাও জানেন। বিশৃঙ্খলা দূর করতে এখানে এসেছি। কোল্ডস্টোরে আলুর পাইকারি মূল্য ২৭ টাকা কেজি দরে বিক্রি হলেই বাজারে ৩৫-৩৬ টাকা করে বিক্রি হবে। এরমধ্যে অন্য কোথাও সমস্যা হলে আমরা সেই জায়গায় হাত দেবো।’

এর আগে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আর অ্যান্ড আর পটেটো স্টোরেজ নামের একটি হিমাগার পরিদর্শন করেন মহাপরিচালক।

পরিদর্শনের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ হিমাগারে আলু মজুত এবং অতিরিক্ত মুনাফায় তা বিক্রির বেশ কিছু প্রমাণ পেলে রিপন, শাহ আলম এবং জাহিদ নামের তিন ব্যবসায়ীকে আটক করা হয়।

ওআ/

আলু

খবরটি শেয়ার করুন