শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

দাবিতে অনড় ট্রেইনি চিকিৎসকরা

সাত দিন সময় চাইলেন বিএসএমএমইউয়ের অবরুদ্ধ ভিসি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

ছবি: বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয়ের সামনে চিকিৎসকদের বিক্ষোভ।

মাসিক বেতন ২০ হাজার থেকে ৫০ হাজারে উন্নীত; বকেয়া ভাতা পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদানের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। উপাচার্য তাদের দাবির বিষয়ে সাত দিন সময় চান।

কিন্তু নিজেদের দাবিতে অনড় চিকিৎসকরা।

মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে চিকিৎসকরা উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীনের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা দাবি উত্থাপন করে কোনো আশ্বাস নয় বরং কার্যকরী সমাধানের দাবি করেন। পরে উপাচার্য তাদের কাছে সাত দিনের সময় চান।

এ তথ্য নিশ্চিত করেন আন্দোলনে সামনের সারিতে থাকা চিকিৎসক মোহাম্মদ আলী। তিনি বলেন, আমরা আমাদের দাবি নিয়ে এখনো অবস্থান করছি। আমরা কোনো আশ্বাসে আর ফিরবো না। দাবি আদায় না হলে আগামী বৃহস্পতিবার (১৫ জুন) থেকে কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে বিএসএমএমইউ সংশ্লিষ্ট কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আরো পড়ুন: ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবীদের প্রতি সর্বোচ্চ সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির

এদিন বেলা বেলা ১১ টার দিকে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা মানববন্ধন শুরু করেন। মানববন্ধন শেষে একটি র‌্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে চলে যায়। 

এম এইচ ডি/ আই. কে. জে/


বিএসএমএমইউ অবরুদ্ধ ভিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250