সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘ফিরে এসো’ নতুন গানে আবারো ভক্তদের মন জয় করলেন অনুপম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব-সৌমিতৃষার নতুন ছবি ‌‘প্রধান’-এর ট্রেলার। সেই ছবির জন্যই গান গেয়েছেন অনুপম রায়। ছবিটির ট্রেলারে রয়েছে অনুপমের গাওয়া গানের কয়েক কলি। গানটি হলো ‘তাই ফিরে এসো তাসের ঘর হয়ে…’। এই গানেও রয়েছে বেদনার সুর। আর তাতেই চোখ ভিজেছে অনুরাগীদের।

এদিকে অনুপম রায়কে ছেড়ে পরমব্রতকে বিয়ে করেছেন গায়কের প্রাক্তন পিয়া চক্রবর্তী। তারপরই তাঁদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার শুরু। নেটিজেনদের অনেকে পরমব্রত-পিয়ার পক্ষে, আবার অনেকে অনুপমের দুঃখে সমব্যথী। 

প্রসঙ্গত, প্রাক্তন পিয়া যখন বন্ধু পরমের সঙ্গে ঘর বেঁধেছেন, ঠিক তখনই বাবা-মাকে নিয়ে দক্ষিণ ভারতে বেড়াচ্ছেন অনুপম রায়। কখনো ভাইজ্যাকের সমুদ্রতীর, কখনো আবার আরাকু ভ্যালি থেকে ছবি পোস্ট করেছেন গায়ক। 

আরো পড়ুন: চেন্নাইয়ে বানভাসি আমির খান! নৌকায় করে উদ্ধার

অন্যদিকে, অনুপম রায় যখন বিশাখাপত্তমে তাঁর বাবা-মাকে নিয়ে বেড়াতে গেছেন, ঠিক তখনই পরমব্রতর সঙ্গে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন তাঁর প্রাক্তন পিয়া। সোশ্যাল মিডিয়ার এক পোস্ট থেকে জানা গেছে, এই মুহূর্তে আয়ারল্যান্ডের ডাবলিনে রয়েছেন তাঁরা। এই শহরকেই চুটিয়ে উপভোগ করছেন নবদম্পতি।

ইতিমধ্যেই সেখানে ক্রিসমাস সেলিব্রেশন শুরু হয়ে গেছে। সম্প্রতি নিজের ফেসবুকে পিয়া ডাবলিনের বিখ্যাত মালাহাইড ক্যাসেলের এক টুকরো ছবি তুলে ধরেন। ক্যাপশনে লেখা, ‘ডাবলিনে এখন ক্রিসমাসের মরসুম’।

এছাড়া, পিয়াকে নিয়ে মধুচন্দ্রিমায় গেছেন বলেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এবার সঞ্চালকের আসনে দেখা যায়নি পরমব্রতকে। তবে শোনা যাচ্ছে, সমাপনী অনুষ্ঠানে পরমই থাকছেন সঞ্চালক।

এসি/ আই.কে.জে

অনুপম ‘ফিরে এসো’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন