শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল *** জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে: তাহের *** জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ প্রসঙ্গে যা বললেন সারজিস

‘মাঠ সমস্যায়’ আর্জেন্টিনাকে জুনে আনছে না বাফুফে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী মাসে আর্জেন্টিনাকে ঢাকায় আনছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ হিসেবে মাঠ সমস্যাকে দায়ী করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। 

কাজী সালাউদ্দিন আজ বুধবার এ প্রসঙ্গে বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে যখন আমাদের সমঝোতা হলো এবং বিষয়টা চুক্তি সইয়ের পর্যায়ে গেল, তখন আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম, বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত করে দিতে। কিন্তু মন্ত্রণালয় আমাদের জানিয়ে দিয়েছে, স্টেডিয়াম আগামী বছরের আগে প্রস্তুত হবে না। যদি তাই হয় তাহলে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এনে খেলার আয়োজন করব কোথায়? ফলে আমরা আর্জেন্টিনাকে আনতে পারছি না। বিষয়টা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকেও জানিয়ে দিয়েছি।’

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এ নিয়ে কোনো প্রত্যুত্তর দিয়েছে কি না, তা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘এটা নিয়ে আমি আর কী বলব। আমাদের হাতে তো মাঠই নেই।’ পরবর্তী সময় মাঠ প্রস্তুত হলে আনা হবে কি না, এ প্রশ্নে তাঁর উত্তর, ‘সেটা এখন বলতে পারব না।’

জুনে প্রস্তাবিত ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রতিনিধিদল বাংলাদেশে আসতে চেয়েছিল। স্টেডিয়াম অপ্রস্তুত থাকায় বাফুফে সেই প্রতিনিধিদলকেও আসার আমন্ত্রণ জানাতে পারেনি বলে জানিয়েছে বাফুফে।

আরো পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যেই মেসির নতুন ছবি প্রকাশ করলেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী

আগামী ১২ থেকে ২০ জুন ফিফা উইন্ডোতে বিশ্ব চ্যাম্পিয়ন মেসিদের বাংলাদেশে আনা প্রায় নিশ্চিত বলে গত ১৭ জানুয়ারি জানিয়েছিলেন বাফুফে সভাপতি। পরিকল্পনা ছিল অন্য একটি দেশ এনে ফিফা উইন্ডোতে মেসিদের ম্যাচ আয়োজন করা। 

আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে, সেটা নিয়েও কাজ শুরু হয়েছিল। আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও খবর আসে জুনে বাংলাদেশে এসে ফিফা প্রীতি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। কিন্তু এখন জানা গেল, আর্জেন্টিনাকে আনার ব্যাপারে উদ্যোগ থেকে সরে এসেছে বাফুফে।

এম/

 

আর্জেন্টিনা বাফুফে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250