‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার একটি দৃশ্য - ছবি: সংগৃহীত
প্রেক্ষাগৃহে আসছে ‘১৯৭১ সেই সব দিন’। ১৮ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। মুক্তি উপলক্ষে প্রচারে নেমেছে টিম। প্রকাশ করেছে প্রথম গান ‘যাচ্ছো কোথায়’। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় বঙ্গ বিডি ও জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ‘১৯৭১ সেইসব দিন’ নামে ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়েছে।
‘যাচ্ছো কোথায়’ গানের কথা লিখেছেন হৃদি হক নিজেই। সুর করেছেন দেবজ্যোতি মিশ্র। গানটিতে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রনি ও ইশরাত অ্যানি।
প্রকাশ হওয়া গানটি প্রসঙ্গে পরিচালক ও গীতিকার হৃদি হক বলেন, ‘যাচ্ছো কোথায়’ একটি মিষ্টি প্রেমের গান। কথা, সুর, সংগীত, গায়কি–সবকিছু মিলিয়ে ‘যাচ্ছো কোথায়’ গানটি শ্রোতার হৃদয় স্পর্শ করবে বলেই আমাদের বিশ্বাস।’
সিনেমাটি প্রসঙ্গে হৃদি হক বলেন, ‘মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে এটি বানিয়েছি। চেষ্টা, যত্নে ত্রুটি রাখিনি। এখন দর্শকের সামনে নিয়ে আসার অপেক্ষা।’
আরো পড়ুন:বীরের মা-বাবা দুটোই আমি: বুবলী
‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।
এম/