সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

কিউএস র‌্যাঙ্কিংয়ে সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি-ড্যাফোডিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করে। 

মঙ্গলবার (৫ই ডিসেম্বর) ২০২৪ সালের বিশ্বের সেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে কিউএস। 

বিশ্বের ১ হাজার ৩৯৭টি টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছেপ্রতিষ্ঠানটি। তালিকায় সেরা এক হাজারের মধ্যে বাংলাদেশের আছে দুটি বিশ্ববিদ্যালয়। এক হাজারের বাইরে বাংলাদেশের আরো চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৪’ শীর্ষক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে এবার র‌্যাংকিংয়ে আরো পিছিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়াও পিছিয়ে পড়ে তালিকার শেষের দিকে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

তালিকায় বাংলাদেশ থেকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর দ্বিতীয় স্থানে আছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এক হাজারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে ৬৩৭তম স্থানে, আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে ৯০১ থেকে ৯২০-এর মধ্যে। এ ছাড়া এক হাজারের তালিকায় বাংলাদেশের আর কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গা পায়নি।

কিউএসের ওয়েবসাইটে বলা হয়েছে, র‌্যাঙ্কিং তৈরির ক্ষেত্রে এবার তিনটি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান নিরূপণ করা হয়েছে। সব সূচক মিলিয়ে স্কোর ১০০। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে স্কোর তৈরি করা হয়। তিনটি সূচকের মধ্যে পরিবেশগত প্রভাব ৪৫ শতাংশ, সামাজিক প্রভাব ৪৫ শতাংশ এবং প্রশাসনিক প্রভাব ১০ শতাংশ ধরে মান নির্ধারণ করা হয়েছে।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৪ –এর পুরো তালিকা দেখুন এখানে

গত বছর প্রথমবারের মতো এই র‍্যাঙ্কিং প্রকাশ করে কিউএস। সেবার বিশ্বসেরা টেকসই ৭০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রকাশ করেছিল। তাতে স্থান পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট। সেবার এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৫৫১-৬০০ ও বুয়েটের অবস্থান ছিল ৬০১ থেকে ওপরে। এ ছাড়া বাংলাদেশের আর কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় গত বছরের ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৩’ তালিকায় জায়গা পায়নি।

‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৪’ এ বছরের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৬টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। তালিকায় এক হাজারের বাইরে আছে চারটি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ১ হাজার ১৫১ থেকে ১ হাজার ২০০-এর মধ্যে আছে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অবস্থান ১ হাজার ২০০ থেকে ওপরে। তবে এবার ১ হাজার ২০১-এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

বিশ্বসেরা ১০ বিশ্ববিদ্যালয় কোনগুলো

১. ইউনিভার্সিটি অব টরন্টো;

২. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (ইউসিবি);

৩. ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার;

৪. ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া;

৫. ইউনিভার্সিটি অব অকল্যান্ড;

৬. ইম্পেরিয়াল কলেজ লন্ডন;

৭. ইউনিভার্সিটি অব সিডনি;

৮. লুন্ড ইউনিভার্সিটি;

৯. ইউনিভার্সিটি অব মেলবোর্ন ও

১০. ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস।

এসকে/ 


ঢাকা বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিউএস র‌্যাঙ্কিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250