শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আপন ভুবনে তার ঠিকানায়’ মুস্তাফা জামান আব্বাসী *** পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়নি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী *** উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসছে রাতে *** আমেরিকান হলেও ট্রাম্প, ভ্যান্সের নীতিকে যেভাবে দেখেন নতুন পোপ *** স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড *** বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ৬ জেলায় সাংস্কৃতিক উৎসব *** পবিত্র কোরআনের আয়াত থেকে পাকিস্তানের অভিযানের নামকরণ *** ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার *** পাকিস্তানের সেনাপ্রধানকে উত্তেজনা কমানোর আহ্বান আমেরিকার *** ‘গণতান্ত্রিক রাষ্ট্রই শুধু আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে’

নানা আয়োজনে ইবিতে ক্যাপের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

নানা আয়োজনে ইবিতে ক্যাপের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : সুখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যান্সার সচেতনতা বিষয়ক সংগঠন ‘ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’র (ক্যাপ) ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনের সদস্যরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র ১১৬নং কক্ষে এসব আয়োজন করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্যাপ কুষ্টিয়া জোনের উপদেষ্টা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোহাব্বত ফয়সাল। সংগঠনের সদস্য মুমতাহিনা রিনির সঞ্চালনায় সংগঠনটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, তারুণ্যের সভাপতি মারুফ হোসাইন ও সাধারণ সম্পাদক রিফাত মাশরাফিসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি রাবেয়া খাতুন বলেন, ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয় তাহলে আর লজ্জা নয়’ স্লোগানকে সামনে রেখে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই। যেতে চাই বহুদূর এবং লজ্জা ভেঙে প্রতিটা ঘরে ক্যান্সার বিষয়ক সচেতনতা পৌঁছে দিতে চাই।

আরো পড়ুন : ফিলিস্তিনিদের উপর ইসরাইলী আগ্রাসনে ইবি শিক্ষার্থীদের প্রতিবাদ

সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান আলী বলেন, ক্যাপ নিত্যনতুন কাজ করে চলেছে। ক্যাপে যারা কাজ করে তারা উদার মনমানসিকতার হয়ে থাকে। আমার সামনে যারা উপস্থিত তারাও একদিন এখানে এসে এই সংগঠনের হাল ধরবে। মায়েদের নিয়ে তারাও একদিন এখানে এসে কাজ করবে বলে আমি আশাবাদী। 

আলোচনা সভা শেষে শিশুদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্যান্সার বিষয়ক একটি নাটিকা প্রদর্শিত হয়। পরে শিশুদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করেন সংগঠনের সদস্যরা। 

প্রসঙ্গত, ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয় তাহলে আর লজ্জা নয়’ স্লোগানে ২০১৫ সালের ১৪ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয় ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইম্যান’ (ক্যাপ)। মূলত ক্যাপ মহিলাদের স্তন ও জরায়ু ক্যান্সার নিয়ে সচেতনতামূলক কাজ করে থাকে। বাংলাদেশের ৫টি অঞ্চলে স্তন ক্যানসার এবং জরায়ুমুখের ক্যানসার নিয়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

আবির/ এস/ আই. কে. জে/ 

ইবি ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন