ছবি-সংগৃহীত
অভিনয় জীবনে ৩৫ বছর পূর্ণ করলেন বলিউড মেগাস্টার সালমান খান। হিন্দি চলচ্চিত্রে গুটি গুটি পায়ে ৩৫টি বছর অতিবাহিত করলেন এই মেগা তারকা। দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে বলিউডকে দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার, সুপারহিট ও হিট চলচ্চিত্র। নিজের অনস্ক্রিন ব্যক্তিত্ব এবং দুর্দান্ত অভিনয় দক্ষতার জন্য ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন সালমান খান।
১৯৮৮ সালে ‘বিবি হো তো এয়সি’ দিয়ে সিনেমার পর্দায় অভিষেক হয় সালমান খানের। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বড় পর্দায় একের পর এক আইকনিক ভূমিকায় অভিনয় করে তারকা থেকে মহাতারকা হয়ে ওঠা সালমান খান বলিউডে ৩৫টি গৌরবময় বছর পূর্ণ করলেন। এই বিশেষ দিনে, অভিনেতা একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ভারতীয় সিনেমায় তার যাত্রা স্মরণ করেছেন।
৫৭ বছর বয়সী অভিনেতা তার অনবদ্য যাত্রা দেখাতে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ থেকে শুরু করে ‘টাইগার’ পর্যন্ত তার আইকনিক চরিত্রগুলো মন্টেজ করে সামনে এনেছেন সেই ভিডিওতে।
ভিডিওটি শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে সালমান খান লিখেছেন, “৩৫টি বছর ৩৫ দিনের মত কেটে গেছে। আপনাদের অফুরন্ত ভালোবাসার জন্য ধন্যবাদ।”
ভিডিওটি প্রকাশের পর থেকেই সালমান ভক্তরা একের পর এক মন্তব্য করে অভিনেতাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।
আরো পড়ুন: শাহরুখ খানের বাড়ির সামনে বিক্ষোভ
কারো মতে, হিন্দি চলচ্চিত্রে সবচেয়ে বড় তারকা সালমান খান। কারো কারো মতে, পর্দা কিংবা বাস্তব জীবন, সালমানই প্রকৃত ভাইজান। কেউ বা বলছেন, বলিউডের সবচেয়ে বেশি ব্লকবাস্টার উপহার দেওয়া অভিনেতা তিনি। বলিউডে ৩৫ বছর অনেক গৌরবের তার জন্য। কেউ কেউ তাকে বক্স অফিসের আসল রাজা বলেও অভিহিত করছেন।
সালমান খানকে সামনে দেখা যাবে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টাইগার ৩’-এ। এতে আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ‘পাঠান’ হয়ে শাহরুখ খানও ক্যামিও দিচ্ছেন সিনেমাটিতে। দীপাবলিতে মুক্তি পাবে ‘টাইগার ৩’।
সূত্র : ইন্ডিয়া টুডে
এসি/ওআ