শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

নচিকেতার নতুন গানে আগুন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বাংলা গানের ‘আগুন পাখি’ নচিকেতা চক্রবর্তী। সংগীত জগতে ৩০ বছর পার করেছেন তিনি।  তার কলম বরাবরই বিস্ফোরণ ঘটায়। উঠে আসে নানা প্রাসঙ্গিক বিষয়। এবার পূজার আগে নতুন সৃষ্টি নিয়ে হাজির হয়েছেন নচিকেতা। সেই সৃষ্টিতে আগুন ঝরিয়েছেন, যা আপসহীন নচিকেতার জ্বলন্ত উদাহরণ।

পূজার আগে নতুন মৌলিক গান উপহার দিলেন নচিকেতা চক্রবর্তী। ‘হয়ত তোমারই জন্যে’…. এই গানে রয়েছে মণিপুরের জ্বলন্ত সমস্যার কথা। কৃষক আন্দোলনের কথা, জিডিপি নিয়ে উদ্বেগ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গও বাদ পড়েনি। 

সাম্প্রতিক সব জ্বলন্ত সমস্যার ঝলকানি দিয়েই সাজানো ‘হয়ত তোমারই জন্যে’। শ্রেণিহীন সমাজের হয়েই তার এই সুর। গানের কথায় কথায় শিল্পী বললেন– ‘তুমি চাইলে স্বপ্নপুর, এদিকে জ্বলছে মণিপুর। তুমি চড়লে স্বপ্নরথে, এদিকে কৃষক নেমেছে পথে।’

নচিকেতার এই গানকে ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন ভক্তরা। গায়কের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘আমিই নচিকেতা’ থেকে মুক্তি পেয়েছে এই গান। গানের কথা ও সুরও স্বয়ং নচিকেতার। 

কমেন্ট বক্সে ‘আগুন পাখি’র ভক্তরা ভালোবাসা উজাড় করে দিয়েছেন। একজন লিখেছেন, ‘সত্যি বাঙালির কোনো অপশন নেই নচিকেতা ছাড়া’। অপর এক ভক্ত লিখেছেন, ‘প্রতিবাদ, প্রতিরোধ, সংবেদনশীলতা ও ভালোবাসার মিছিল হোক দীর্ঘতর।’

তিন দশকে বদলায়নি ভারতের পরিস্থিতি আর পাল্টায়নি নচিকেতার প্রতিবাদের ভাষা, তার প্রমাণও দিলেন গায়ক। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন নচিকেতা।

সেখানে রয়েছে ১৯৯৩ সালে লেখা গানের একলাইন– ‘ঘুষ-ঘুষ-ঘুষের এক ঘুষঘুষে জ্বরে গোটা দেশ চিৎকার করে ডাকে ডাক্তার…’। আর ২০২৩ সালে দাঁড়িয়ে গায়কের উপলব্ধি, ‘দেশের আশি শতাংশ টাকা দশটা পরিবারের কাছে রাখা’।

আরো পড়ুন: বিশেষ সম্মাননা পাচ্ছেন নাট্যকার মামুনুর রশীদ

১৯৯৩ সালের ১৪ আগস্ট নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভাল আছি’ মুক্তি পেয়েছিল। এরপর অজস্র সাফল্য, ২৫০-র বেশি গান রয়েছে তার। তবুও মাটিতে পা রেখে চলাতেই বিশ্বাসী তিনি।

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে গায়ক বলেছেন, ‘অস্থির সময়ের প্রোডাক্ট আমি। ওই সময়টা যদি না তৈরি হয়, তাহলে নচিকেতা হওয়া অসম্ভব। আগামী ৫০ বছরেও আরেকটা নচিকেতা আসবে না, এটুকু বলতে পারি’।

এসি/ আই.কে.জে




নচিকেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250