সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন প্রেমে তৃপ্তি ডিমরি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘অ্যানিমেল’ সিনেমায় কয়েক মিনিটের চরিত্রে অভিনয় করেই আলোচনার শীর্ষে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তৃপ্তি ডিমরি। রাতারাতি ‘জাতীয় ক্রাশ’-এর তকমাও পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা বাড়ছে দ্রুতগতিতে। এর মাঝেই জোর গুঞ্জন নতুন প্রেমে মজেছেন তৃপ্তি।

শোনা যাচ্ছে, এবার অভিনয় জগতের বাইরে প্রেম করছেন তিনি। সম্প্রতি এক বিয়ে বাড়িতে যান তৃপ্তি। সেখানেই জানাজানি হয় বিষয়টা। স্যামের সঙ্গে একাধিক ছবি তোলেন তৃপ্তি। যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই তাদের সম্পর্ক নিয়ে জোরচর্চা শুরু হয়েছে গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়ায়।

আরো পড়ুন: রণবীরকে ছাড়াই তিরুপতির মন্দিরে দীপিকা!

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, মডেল-ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। স্যামের পরিচয়ে তারা জানিয়েছে, ২০০২ সালে একটি খ্যাতনামা সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী ছিলেন স্যাম। বর্তমানে গোয়ায় একাধিক হোটেলের মালিক তিনি।

যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তারা। এর বাইরেও গুঞ্জন রয়েছে, অভিনেত্রী আনুশকা শর্মার ভাই ও তার প্রথম ছবি ‘বুলবুল’-এর প্রযোজকের প্রেমে পড়েন তৃপ্তি। কিন্তু ক’দিন আগেই শোনা গিয়েছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।

এসি/ আই. কে. জে/ 


তৃপ্তি ডিমরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন