বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

মঞ্চেই আমার অভিনয়ের জন্ম : ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ শিরোনামের একটি সিনেমা দিয়ে আবারও পর্দায় ফিরছেন শাবনুর। আর তাতে এবার যুক্ত হলেন বাবু। মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা নিয়মিতই নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করছেন।

নিজের নতুন সিনেমা প্রসঙ্গে  জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন-

‘একটি সিনেমার গল্প পড়েই তার ভবিষ্যৎ জানতে পারি। সেই জায়গা থেকে এই গল্পটা পড়ে মনে হয়েছে কাজটি করা যায়। পরিচালক নতুন বা পুরনো সেটা দেখি না, তার প্রস্তুতি ও গল্প দেখি। সবকিছু মিলে যাওয়াতে এই সিনেমাতে যুক্ত হয়েছি। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আশা করছি, সিনেমাটি সব শ্রেণির মানুষের পছন্দ হবে।’।

প্রতিটি মাধ্যমে সফল পদচারণা প্রসঙ্গে জানতে চাইলে ফজলুর রহমান বাবু আরও বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে আমি মাধ্যম বিবেচনা করি না। যেখানেই অভিনয় আছে, সেখানেই অভিনয় করি। সব মাধ্যমেই অভিনয় এনজয় করি। স্বাচ্ছন্দ্য নয় বরং উপভোগ করি। টেলিভিশন, চলচ্চিত্র, ওটিটি, ইউটিউব, ছাড়াও আমি রেডিওতে নিয়মিত অভিনয় করি। প্রতি সপ্তাহেই আমার নাটক রেডিওতে প্রচার হয়। তবে আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মঞ্চ। কারণ মঞ্চেই আমার অভিনয়ের জন্ম।’

আরো পড়ৃন: এবার রুপালি পর্দায় দেখা যাবে মাইকেল জ্যাকসনকে

এদিকে চলচ্চিত্র নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করলেও বিগত দুই বছরে বেশ কয়েকটি সিনেমা ব্যবসাসফল হয়েছে। পাশাপাশি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে একাধিক সিনেমা। যা ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশার আলো দেখতে পাচ্ছে। বিষয়টি নিয়ে বাবু আরও বলেন, ‘বাংলাদেশের সিনেমায় সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা এদেশের সিনেমার জন্য খুব ইতিবাচক দিক। সবাই ভালো সিনেমা করার চেষ্টা করছেন। চেষ্টাটা প্রবলভাবে আছে। এভাবেই আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নতি হবে। শিল্পটা এগিয়ে যাবে।’

অভিনয় ছাড়াও মাঝে মাঝে নতুন গান নিয়ে হাজির হন বাবু। এই মাধ্যমটিতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে কখনও গানে নিয়মিত হতে দেখা যায়নি তাকে। এর কারণ কী?—এমন প্রশ্নে ফজলুর রহমান বাবু বলেন, ‘দেখুন, আমি শখে গান করি। তবে শৈশব থেকেই আমি প্রচুর গান শুনতাম। গানের প্রতি ভালোলাগা থেকেই গুনগুন করে গান তুলতাম এবং বন্ধুদের শোনাতাম। তবে আমার গান শেখা হয়নি।

অভিনয়ে এসে বুঝতে পারলাম অভিনয়ের সঙ্গে গানের একটি গভীর সম্পর্ক রয়েছে। একজন ভালো ও পূর্ণাঙ্গ অভিনেতা হতে হলে গান, নাচ, পেইন্টিংসহ সবই জানতে হয়। সেই জায়গা থেকে মাঝে মাঝে দু-একটা গান গাওয়া হয়। দর্শক-শ্রোতারা আমার গানকেও যে ভালোবেসে গ্রহণ করেছেন তাতে সত্যি অন্যরকম ভালোলাগা কাজ করে নিজের ভেতর।’

এসি/ আই. কে. জে/ 

মঞ্চ ফজলুর রহমান বাবু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন