ফাইল ছবি
রাজনীতিতে নাম লেখাচ্ছেন এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মাঠে দেখা যাবে তাকে। তারকা প্রচারক হিসেবে নয়, সক্রিয় রাজনীতিতে পা রাখতে চলেছেন বলি ডিভা। সব ঠিকঠাক থাকলে চব্বিশের লোকসভা ভোটে লড়বেন তিনি। ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপট দেখানো অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে। গুঞ্জন রয়েছে ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে যোগাযোগ বেড়েছে অভিনেত্রী ও তার স্বামী চিকিৎসক শ্রীরাম নেনের। এছাড়াও সম্প্রতি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে অভিনেত্রীকে দেখা গেছে বিজেপি নেতা আশিস শেলারের সঙ্গে। তারপর থেকেই জল্পনার শুরু, তা হলে কি এবার রাজনীতির ময়দানে পা রাখবেন অভিনেত্রী!
আরো পড়ুন: ঐশ্বরিয়াকে নিয়ে বেফাঁস মন্তব্য পাকিস্তানি ক্রিকেটারের, চাইলেন ক্ষমা
যদি সেটাই হয় তাহলে মুম্বাইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন মাধুরী। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, লোকসভা ভোটে একেবারেই আগ্রহী নন তিনি। যদি কখনও রাজনীতিতে পা দেন তবে রাজ্যসভাতে দেখা যেতে পারে তাকে।
এসি/ আই. কে. জে/