মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

সুপারস্টার প্রসেনজিৎ কত টাকার মালিক?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

৬০ বছর বয়সে এসেও যে নায়ক সিনেমার পর্দা কাঁপিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন সুপারস্টার মেগা স্টার বুম্বাদাখ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখন পর্যন্ত ২৯৬টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। শুধু সিনেমায় অভিনয় নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একাধিক সিনেমা রচনা এবং পরিচালনাও করেছেন। 

সিনেমায় নায়ক হিসেবে ক্যারিয়ারের শুরুর দিকে প্রসেনজিৎ প্রতিটি সিনেমায় অভিনয়ের জন্য ২৫ থেকে ৩০ হাজার টাকার মত পারিশ্রমিক নিলেও  ২০১০ থেকে ২০২০ পর্যন্ত এক একটি সিনেমার জন্য ৬০ থেকে ৮৫ লক্ষ টাকার মত পারিশ্রমিক নিয়েছেন। শুধু তাই নয় সিনেমায় কাজ করার জন্য এক কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেয়ার রেকর্ড রয়েছে তার। 

জানা যায়, প্রতিবছর বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন এবং স্টেজ শো করে ১ কোটি টাকার বেশি আয় করে থাকেন। একজন অভিনেতার পাশাপাশি প্রসেনজিৎ একজন ভালো বিজনেসম্যান।

বাণিজ্যিক সিনেমা থেকে উত্থান হলেও প্রসেনজিৎ প্রমাণ করেছেন তিনি লম্বা রেসের ঘোড়া। টলিউডে একাধিক ব্যবসাসফল সিনেমার পর বলিউডেও ছাপ ফেলেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে সকলের প্রিয়মুখ বুম্বাদা। তাই প্রসেনজিতের ভক্ত সংখ্যাও কম নয়। 

প্রায় চার দশক ধরে ইন্ডাস্ট্রি কাঁপানো এই অভিনেতা যে বিপুল সম্পত্তির মালিক, সেটা সকলেই জানেন। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, প্রায় ৪০১ কোটি টাকার মালিক প্রসেনজিৎ।

আরো পড়ুন: শাবনূরের সিনেমা নির্মাতাকে হুমকি দিল কে?

কলকাতার বালিগঞ্জে রয়েছে এই অভিনেতার একটি বিলাসবহুল বাড়ি। যার নাম ‘উৎসব’। প্রায় সময়েই বাড়ির অন্দরমহলের ছবি প্রকাশ করেন তিনি। এই বাড়ির অধিকাংশ আসবাপত্রই নাকি বিদেশ থেকে আনিয়েছেন অভিনেতা। এছাড়াও প্রসেনজিতের গ্যারেজে রয়েছে দামী সব গাড়ি। মুম্বাইতে রয়েছে ফ্ল্যাট। 

মাত্র ২১ বছর বয়সেই সিনেমার জগতে পা রাখার পরবর্তী চার যুগের মতো সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এই অভিনেতার প্রথম ছবির নাম ছিল ‘দুটি পাতা’। ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে অভিনেতার জীবনের প্রথম সফল সিনেমা ‘অমর সঙ্গী’। ১৯৮৭ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবি। 

এসি/ আই. কে. জে/ 

সুপারস্টার প্রসেনজিৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন