ছবি: সংগৃহীত
হলিউডের সায়েন্স ফিকশন-অ্যাকশন থ্রিলার ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। বহুল আলোচিত এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। আজ বুধবার (২রা জুলাই) ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ তারকা সিনেমার চিত্রনাট্য পড়ে এবং অভিনয়ে সম্মত হওয়া প্রসঙ্গে কথা বলেছেন।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী এ অভিনেত্রী জানান, ‘ডেভিড কোয়েপের চিত্রনাট্যের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছিল তা হলো, জোরা (সিনেমায় স্কারলেটের চরিত্রের নাম) চরিত্রটির জটিলতা ও গভীরতা। জোরা কেবল ঘটনাপ্রবাহের ভেতরে আটকে পড়া একজন ব্যক্তি নন, বরং তিনি নিজেই মিশনটি বেছে নিয়েছেন। এটাই তাকে আলাদা করে তোলে।’
অভিনেত্রীর মতে, চরিত্রটি একটি সাধারণ অ্যাকশন নায়িকার ছাঁচে তৈরি নয়। বরং এটিই কাহিনির কেন্দ্রীয় চালিকাশক্তি। ‘তিনি শুধু বেঁচে থাকার জন্য লড়াই করেন না, বরং উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যান,’ যোগ করেন জোহানসন।
‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ছবিটি পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। নির্মাতা জানিয়েছেন, ছবিটি ‘জুরাসিক’ ফ্র্যাঞ্চাইজির শিকড়ে ফিরে গিয়ে অতীতের অজানা বিষয়গুলোকে সামনে নিয়ে আসবে। ছবিটিতে জোহানসনসহ জোনাথন বেইলি, লুনা ব্লেইস, মাহেরশালা আলি, রুপার্ট ফ্রেন্ড, ডেভিড ইয়াকোনো, এড স্ক্রেইনের মতো একঝাক তারকা অভিনয় করেছেন।
দীর্ঘদিন পর বড় পর্দায় এমন একটি বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক ছবিতে জোহানসনের প্রত্যাবর্তন তার ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনার সৃষ্টি করেছে।
খবরটি শেয়ার করুন