সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবার নিলামে দাউদ ইব্রাহিমের শৈশবের বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বাড়ি নিলামে তুলতে যাচ্ছে দেশটি। চলতি সপ্তাহেই শৈশবের বাড়িসহ দাউদ ইব্রাহিমের পরিবারের মালিকানাধীন অন্য সম্পত্তিও নিলাম করা হবে। মঙ্গলবার (২রা জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের রত্নাগিরিতে থাকা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের শৈশবের বাড়ি এবং তার পরিবারের মালিকানাধীন অন্য তিনটি সম্পত্তি আগামী শুক্রবার নিলাম করা হবে।

নিলাম হতে যাওয়া চারটি সম্পত্তিই কৃষি-সংক্রান্ত এবং সেগুলো মুম্বাকে গ্রামে অবস্থিত। এর আগে স্মাগলার অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর (সম্পত্তি বাজেয়াপ্ত করা) আইন (এসএএফইএমএ) এর অধীনে কর্তৃপক্ষ এসব সম্পত্তি জব্দ করে।

আরো পড়ুন: গাজা থেকে হটছে সেনা, ঢুকছে টিকা

আগামী ৫ই জানুয়ারি মুম্বাইয়ে এই নিলাম হবে। গত নয় বছরে দাউদ বা তার পরিবারের ১১টি সম্পত্তি নিলাম করা হয়েছে। এর মধ্যে একটি রেস্তোরাঁ ৪.৫৩ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে, ছয়টি ফ্ল্যাট ৩.৫৩ কোটি রুপিতে এবং একটি গেস্ট হাউস ৩.৫২ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে।

১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম ১৯৮৩ সালে মুম্বাইতে যাওয়ার আগে মুম্বাকে গ্রামে বসবাস করতেন। সিরিজ বোমা বিস্ফোরণে ২৫৭ জন নিহত হওয়ার পর তিনি ভারত ছেড়ে চলে যান।

সূত্র: এনডিটিভি

এইচআ/ আই. কে. জে/ 








ভারত বাড়ি দাউদ ইব্রাহিম নিলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন