ছবি: সংগৃহীত
আবারো নর্থ কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। গত সপ্তাহে গোয়েন্দা নজরদারির একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর দেশটির ওপর বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শুক্রবার (১লা ডিসেম্বর) ভারতীয় এক গণমাধ্যমসূত্রে এ তথ্য জানা গেছে।
মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মূলত সাইবার গ্রুপ কিমসুকির ওপর আরোপ করা হয়েছে। এ গ্রুপটিকে দেশটির কৌশলগত এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবারের এ নিষেধাজ্ঞা অষ্ট্রেলিয়া, জাপান ও কোরিয়ার যৌথভাবে সমন্বয়ে আরোপ করা হয়েছে। নর্থ কোরিয়া, আমেরিকা ও সাউথ কোরিয়ার সেনাবাহিনীর গতিবিধি নজরদারির জন্য স্যাটেলাইট উৎক্ষেপণের পর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন ট্যুরিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স আন্ডার সেক্রেটারি ব্রিয়ান নেলসন এক বিবৃতিতে জানান, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং কোরিয়ার সমন্বয়ে আজকের এ পদক্ষেপ মূলত পিয়ংইয়ংয়ের অবৈধ এবং অস্থিতিশীল কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। আমরা ডিপিআরকের ওপর আমদের এমন পদক্ষেপ অব্যাহত রাখব।
নর্থ কোরিয়ার এ গোয়েন্দা নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের আগের দেশটি আমেরিকাসহ পশ্চিমাদেশগুলোর স্যাটেলাইটের নজরদারিতে ছিল। তবে নিজেরা কক্ষপথে এ স্যাটেলোইট পাঠিয়ে এখন আমেরিকা ও সাউথ কোরিয়ার ওপর নজরদারি করতে শুরু করেছে।
আরো পড়ুন: আরো ৩০ প্যালেস্টাইনিকে মুক্তি দিলো ইসরায়েল
দেশটির এক সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের উৎক্ষেপণ করা স্যাটেলাইট সাউথ কোরিয়ার রাজধানী সিউলসহ বেশ কয়েকটি শহর ও সেনাঘাঁটির ছবি পাঠিয়েছে। এ ছাড়া স্যাটেলাইট থেকে হোয়াইট হাউসসহ পেন্টাগনের ছবি পাঠানোর দাবি করেছে দেশটি। এসব ছবিও পর্যালোচনা করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।
এর আগে চলতি বছরের ১৬ আগস্ট তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। নর্থ কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র চুক্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ তিনি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই সময়ে ওয়াশিংটন জানায়, ইউক্রেনে চালানো রুশ হামলায় সমর্থন করতে চায়, এমন যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া ২০২২ সালের ২৪ মার্চ রাশিয়া ও নর্থ কোরিয়ার কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালানোর পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস, কেসিএনএ
এসকে/