বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’ *** নতুন মার্কিন নীতি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে *** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে

১৫ কোটি ডলার জরিমানা ট্রাম্পের সাবেক আইনজীবীর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবীর জরিমানা হয়েছে। আদালত রুডি জিউলিয়ানিকে প্রায় ১৫ কোটি ডলার জরিমানা করেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৫ ডিসেম্বর) আদালত তাকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে জরিমানা করে। 

জর্জিয়ার দুই নির্বাচন কর্মীর বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কারচুপি করতে সহায়তা করার অভিযোগ করেন রুডি গিলিয়ানি। এতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই দুই কর্মী।

ওয়াশিংটনের ফেডারেল আদালতের রায়ে বলা হয়, নির্বাচনকর্মী ওয়ানড্রেয়া শোয়ে মস এবং তার মা রুবি ফ্রিম্যানের মানহানি ও অনুভূতিতে আঘাত হানার জন্য সাত কোটি ৩০ লাখ এবং ট্রাম্পের সাবেক আইনজীবী ও নিউইয়র্কের সাবেক মেয়রকে শাস্তি দেয়ার জন্য সাত কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিতে হবে। 

আরো পড়ুন: মহাকাশে আরেকটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের 

আদালতের বাইরে রুবি ফ্রিম্যান সাংবাদিকদের বলেন, আজ অত্যন্ত আনন্দের দিন। আমার ও আমার মেয়ের সাথে রুডি গিলিয়ানি যা করেছে, আদালত তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে এবং এর জন্য তাকে দায়ী করেছে। অন্যদেরও দায়ী করতে হবে।

শুনানিতে ফেডারেল আদালতের বিচারক বলেন, গিলিয়ানি মানহানি, ইচ্ছাকৃতভাবে মানসিক যন্ত্রণা দেয়া ও নাগরিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য দায়ী। আদালত এ সিদ্ধান্ত নেয়ার জন্য দশ ঘণ্টারও বেশি সময় নেয়। গিলিয়ানি ডোনাল ট্রাম্পকে ২০২০ সালের নির্বাচনে কারচুপির মিথ্যা দাবি আরোপ করতে সহায়তা করেছেন।

এই রায়ের প্রতিক্রিয়ায় গিলিয়ানি বলেন, তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

সূত্র: বিবিসি 

এইচআ/ আই.কে.জে/


নির্বাচন জরিমানা কারচুপি রুডি জিউলিয়ানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250