সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

১৫ বছরে ৭৬১ কোটি জরিমানা আদায় করেছে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

গত ১৫ বছরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগগুলো জরিমানা আদায়ের মাধ্যমে সর্বমোট ৭৬১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সোমবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আরো পড়ুন: ‘সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার’

আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে দেশে ৮টি মেট্রোপলিটন পুলিশ ইউনিট রয়েছে। গত ১৫ বছরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগগুলো জরিমানা আদায়ের মাধ্যমে সর্বমোট ৭৬১ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ২৭৭ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

আওয়ামী লীগের আরেক সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৩ সালে ৪৭৭ (চারশত সাতাত্তর) জন পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করেছেন। তার মধ্যে ৩৩০ (তিনশত বিশ) জন পুরুষ এবং ১৪ (একশত সাতচল্লিশ) জন নারী। শান্তিরক্ষা মিশনে সাউথ সুদান, সাইপ্রাস, লিবিয়া, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

এসকে/

জাতীয় সংসদ ট্রাফিক পুলিশ জরিমানা আদায় ১৫ বছর

খবরটি শেয়ার করুন