প্রিয়,
তুমি কেমন আছো? কেমন চলছে তোমার বর্তমান দিন। তুমি কি তোমার ভেতরে আছো! নাকি হারিয়ে ফেলেছো নিজেকে একটু একটু করে। নিজেকে শেষ কবে ভালো করে দেখেছ বলো তো? নিজেকে ঠকিয়ে ভালো আছো তো!
তোমাকে একটা কথা বলি, পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো বন্ধুত্ব। যার বন্ধু নেই তার কেউ নেই। একজন বন্ধুই তোমার সারাজীবন পাশে থাকবে কোনও রকম শর্ত ছাড়াই। এখন কথা হচ্ছে এই রকম একজন বন্ধু পাওয়া।
স্বামী-স্ত্রী একজন আরেকজনকে ছেড়ে চলে যায়। প্রেমিক-প্রেমিকা অন্য কারো হাত ধরে, বাবা-মাও সন্তানকে ছেড়ে চলে যায়। কিন্তু একজন সত্যিকারের বন্ধু কখনো ছেড়ে যায় না। চোখের দূরত্ব বাড়লেই মনের দূরত্ব বাড়ে না।
এখন কথা হচ্ছে বন্ধুটি কে হবে? এই বন্ধু যে কেউ হতে পারে। হতে পারে তোমার মা-বাবা, তোমার স্ত্রী কিংবা তোমার স্বামী, তোমার ছেলে অথবা মেয়ে, তোমার ক্লাসমেট, তোমার খেলার সাথী, তোমার ভাই-বোন। যে কেউ, যার কাছে তুমি তোমার মনের সব কথা অকপটে বলতে পারো। যার কাছে শান্তি পাও। যে তোমার থেকে দূরে থেকেও তোমার জন্য প্রার্থনা করে। দূর থেকেও যে সব থেকে কাছে। যেখান থেকে তাকে মুছে ফেলা যাবে না কখনো! ভালো থেকো, বন্ধুত্ব বেড়ে চলুক বন্ধুত্বে। আর মনে রাখবে, বন্ধু পেতে হলে আগে নিজে ভালো বন্ধু হও।
-----ইতি
আমি
আরও পড়ুন : এই যে চাঁদকন্যা শুনছো, আমি তোমার বন্ধু হতে চাই
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন