রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এই যে চাঁদকন্যা শুনছো, আমি তোমার বন্ধু হতে চাই

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রিয় জাকিয়া বারী মম,

এই মন্ত্রজালের সময় দাঁড়িয়ে, ছোট্ট একটা ভালোবাসার নমুনা স্বরূপ আমার খামে ভরা মনের অনুভূতিগুলো তোমায় খোলা চিঠি আকারে পাঠালাম। এটা পড়ে তোমার ঠোঁটের কোণে যদি একটা হাসির রেখাও ফুটে ওঠে, তাহলে সেটাই আমার কাছে ঈদ বোনাস এর সামিল হবে। 

কোনও এক অগ্রহায়ণের মেঘে ঢাকা শীতের নীল দুপুরে অপরিচিতা এক মেয়েকে দেখে অনুভব করি যে, তার জন্য পরাণে পড়িয়াছে টান, একি কাণ্ড হলো? সে যে এক ভিনদেশী তারা!!! এখন উপায়? কী আর করা!! সেই পাঁজরের টানেই তাকে নিয়ে গবেষণার শুরু। পরে এক নিখোঁজ সংবাদ এর মাধ্যমে তার নাম জানতে পারি, সে নাকি নীলপরী নীলাঞ্জনা নামেই বেশি জনপ্রিয়। আরও জানলাম নীলাঞ্জনা নাকি সবার কাছেই ভীষণ প্রিয়। ক্রমশ তোমার গল্প জানার আগ্রহ আমার বাড়তেই থাকলো। হ্যাঁ অবশেষে প্রেমে পড়েই গেলাম তোমার। ধীরে ধীরে আজ আমারো মন জুড়ে তুমি। এমন ঘটনা যখন ঘটেই গেলো, আর প্রকৃতির নিয়মে প্রতিবারই তো বোকারাই প্রেমে পড়ে, আমিও পড়লাম; তবে এবার মীরা, ফুলমতি এদের। মনের ঐ সাড়ে চুয়াত্তর আড়াই লেনে তোমার যে জলছবিটা ছিল তা স্পষ্ট হতে থাকলো। জানলাম অনিন্দিতা নাকি তার ক্যারিয়ারের শুরু থেকেই ছিল যথেষ্ট সচেতন। যা কিছু সে অর্জন করেছে, সবটাই তার নিজ যোগ্যতায়। এবার মনে মনে গল্প সাজানো শুরু করলাম। আমার সেই স্বপ্নকন্যাকে নিয়ে। না এটা কোনও গল্প নয়, পুরোটাই আমার কল্পনা, যা কিছুটা এমন-

একদা (ওয়ান্স) এক সকালে ওঠে শুনি টম এন্ড জেরি যারা কিনা এক অপরের প্রিয় প্রতিপক্ষ ছিল: ঘোষণা করেছে তারা তাদের উই আর সেলিব্রিটি attitude ত্যাগ করে FRNDz হয়ে যাবে। তারা নাকি একসাথে সানসেট পয়েন্টে দাঁড়িয়ে Eclipse ও দেখবে প্ল্যান করেছে। 

এবার বলি এক রাজকুমার ও প্রজাপ্রতির গল্প। কোনও এক শ্রাবণ দিনে ( শ্রাবণ বৃষ্টির ঘনঘটা) তারা একে অপরের হাত ধরে (হাতে রেখে হাত) Bus Stop এ দাঁড়িয়ে গেয়েছিল 'এখন তো সময় ভালোবাসার'। কিন্তু একদিন হঠাৎ করেই ছেলেটি হারিয়ে যায়। খবর পেলাম ছেলেটার ফিরতে দেরি হলেও (পথে হলো দেরি) সে এসেছে; আর সেই প্রজাপতি মেয়েটা তার জমিয়ে রাখা বহুদিনের প্রিয় অভিমানগুলোকে ভুলে রাজকুমারকে কাছে টেনে নিয়েছে। 

কোন এক পথের বাঁকে এক তপস্বীনিকে আবিষ্কার করি, যার নাম দিলাম অদিতি। জানো তার এলাকাতে এক নতুন রোমিওর আবির্ভাব হয়েছে। অথচ তার সেইদিকে তেমন খেয়ালই নেই। কারণ সে অপেক্ষারত এক পলাতকের। এক সন্ধ্যায় রিমঝিম বৃষ্টিতে, এক পেয়ালা কফি হাতে দাঁড়িয়ে দরজার ওপাশে থাকা ঝিঁ ঝিঁ পোকার গান শুনতে শুনতে সে নিজের মনেই প্রতিজ্ঞা করে বসে তার এই অপেক্ষার শেষ প্রহর কোথায় তা সে দেখেই ছাড়বে। তাহলে কি অদিতি একটি অসমাপ্ত গল্পের নায়িকা হয়েই রয়ে যাবে? 

আরেকজনের কথা কি করে ভুলি !!!

মহামায়া ... হ্যাঁ তার ডাকবাক্সে বহুদিন পর আবার কোনও এক বৈশাখী ভোরে, জীবন বাবুর চিঠি এসে পৌঁছায়, যে কিনা একসময় তার পেনফ্রেন্ড ছিল। সেই চিঠি পাবার পরই সে বানিয়ে ফেলে দ্য মাস্টার প্ল্যান। ঠিক করে, আর লুকোচুরি নয়; এবার সে নিজেকে উৎসর্গ করবে তার এতোদিনের অদেখা কিন্তু স্বপ্নে দেখা মুখটার কাছে। তারা পরস্পর দেখা করবে, আর একত্রে থেকে যাবে জীবনের শেষ তারিখ পর্যন্ত। তাই সে Love Station ধূসর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতীক্ষা করছে তার প্রিয়জনের জন্য। অবশেষে সত্যি তাদের দেখা হলো। একে অপরকে ভালোবাসি কথাটাও বলে দিলো। এরপর তারা জান্নাত এক্সপ্রেস ধরে পাড়ি দিলো অজানার পথে। পরে খবর পেয়েছি যে, তারা আর কখনও পৃথক হয়নি। 

“জীবনে কখনও প্রেম করবো না” পণ করা বেলি অতঃপর এক  বাউন্ডুলের প্রেমে পড়ে। কিছুটা প্রেম বাকিটা ভালোবাসা মিশ্রিত এক অনুভূতি থেকেই সে সিদ্ধান্ত নিয়ে বসে এই বৈশাখের কোন এক গোধূলী লগ্নে তাকে বিনিসুতোর টানে সে বাঁধবেই।

মনের অজান্তেই ভাবনার নির্জন উপকূলে বসে অনেক আবোল-তাবোল গল্প সাজালাম। আর নয়, এবার বাস্তবে ফিরি।

এই যে চাঁদকন্যা শুনছো? মেয়ে, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা এটা প্রেম নাকি মোহ? তোমার নির্ঘাত মনে হবে মোহ, কিন্তু আমার কাছে আসলে ব্যাপারটা জীবনে হওয়া প্রথম প্রেম। প্রেম একটা ফিলিংস এর মতো, অবশ্য আমাদের এই সম্পর্কের শিরোনামটি ভাবতে হবে কারণ, আমার ক্ষেত্রে এটা ক্ষণিকের ভালোবাসা নয়, বরং বলব দৃশ্যমান অদৃশ্য এক অনুভূতি। কিন্তু তুমি এক তারা সেই দূরের আকাশে, তাও আবার তোমার অবস্থান আমার প্রতিবেশী দেশে, কাঁটাতারের ওপারের আকাশে। জানি আমি এক অচেনা অতিথি তোমার দ্বারে, খানিক অনাহুতই বটে, তবুও অনুরোধ রইলো যদি পার মন দরজাটা খুলে বাড়িয়ে দাও তোমার হাত, আমি তোমার বন্ধু হতে চাই। সম্ভব হলে তোমার হাতের সবুজ রুমালটা উড়িও আমি বুঝে নেব। আর যদি বল 'না' তাতেও কোন দুঃখ নেই, ছায়াসঙ্গী হয়েই থেকে যাব না হয় তোমার মায়াভরা মুখ, ওই হাসি আর সেই চোখের প্রেমে বারবার পড়ার জন্য, তোমাকে ভালোবাসার জন্য। 

ভালো থেকো 

সবার প্রিয় মম

আর আমার ভিনদেশী তারা 

--- ইতি

মৌমিতা সাহা

পশ্চিমবঙ্গ, ভারত

আরও পড়ুন : আমাদের যদি কখনো বিয়ে হয়, আমি তোমার সাথে পাঁচদিন কথা বলবো না

এস/  আই.কে.জে




জাকিয়া বারী মম আমি তোমার বন্ধু হতে চাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন