শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভোটের দিন হরতালের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ৬ই ও ৭ই জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, শনিবার (৬ই জানুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (৮ই জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। 

এছাড়া আগামীকাল শুক্রবার (৫ই জানুয়ারি) মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করবে।

এর আগের এক বিবৃতিতে আগামী ৬ই ও ৭ই জানুয়ারি, অর্থাৎ ভোটের আগের দিন ও ভোটের দিন দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

ওআ/

হরতাল

খবরটি শেয়ার করুন