জোট শরীকদের আসন বণ্টন করতে আজ সোমবার (৪ঠা ডিসেম্বর) সন্ধ্যায় ১৪ দলের শীর্ষনেতারা গণভবনে বৈঠকে বসবেন।
১৪ দলের নেতারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, জোট শরীকদের একটি আসন ছেড়ে বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বিরোধী দলেরও একটি আসন ছেড়েছে দলটি। কিন্তু ১৪ দলের অন্যান্য শরীক বা মহাজোট শরীকদের আসন বণ্টন করেনি ক্ষমতাসীন দল।
এ নিয়ে বেশ বেকায়দায় জোট শরীকরা। এরই মধ্যে শরীকদের কথা শুনতে ও তাদের আসন বণ্টনে ডেকেছেন জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সভাপতিত্বে সন্ধ্যায় ওই বৈঠক হবে।
ওআ/
খবরটি শেয়ার করুন