সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে জনসভায় যোগ দিলেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (২০ই ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে জনসভা মঞ্চে উপস্থিত হন তিনি।

এসময় সিলেটের একটি আঞ্চলিক গান ও বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান গেয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান সিলেটের আঞ্চলিক শিল্পীরা। ৪টার দিকে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে বেলা সাড়ে ১১টায় বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।

আরো পড়ুন: হরতাল চায় না, মানুষ ভোট দিতে চায়: শেখ হাসিনা

মাজার জিয়ারত শেষে বিএনপি-জামায়াত জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভোট জনগণের সাংবিধানিক অধিকার। যারা জনগণকে ভোট দিতে বাধা দেবে, মানুষ তাদের উৎখাত করবে। মানুষ ভোটের পক্ষে, তারা হরতাল চায় না। বিএনপির হরতালে মানুষ সাড়াও দিচ্ছে না।

শেখ হাসিনা আরো বলেন, যারা নির্বাচন করবে না, করবে না। কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, জনগণের সম্পত্তি নষ্ট করা, এগুলো সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। আর এগুলো করে যাচ্ছে বিএনপি-জামায়াত।

আরো পড়ুন: হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী

আসন্ন নির্বাচনে আবারও জয়ের আশা জানিয়ে শেখ হাসিনা বলেন, ৭ই জানুয়ারির ভোটে জয়ী হলে আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের সব চাওয়া পূরণ হবে, কেউ গৃহহীন থাকবে না, কারো দুঃখ থাকবে না। 

এসকে/ 

শেখ হাসিনা সিলেট জনসভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন