ফাইল ছবি
১০ই জানুয়ারি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী দল আওয়ামী লীগ। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৮ই জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রকাশ হয়েছে। তাদের রায়ের প্রতিদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ই জানুয়ারী সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।
আরও পড়ুন: নির্বাচনের পরদিন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
এছাড়াও তিনি বলেন, জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে আর আগুন সন্ত্রাসের বিপক্ষে রায় দিয়েছে। বিএনপির বর্তমান অবস্থার জন্য দলটির মিথ্যাচারই দায়ি বলে অভিযোগ করেন তিনি।
এসকে/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন