বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

যেখানে ৫৮০ টাকা কেজিতে মিলছে গরুর মাংস, নেওয়া যাবে ১০০ টাকারও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সারাদেশে গরুর মাংস যখন ৭০০- ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ঠিক তখন ঢাকার কদমতলী মিরাজ নগর বাজারে মাংস ব্যবসায়ী মো. বিপ্লব খান ৫৮০ টাকা দামে গরুর মাংস বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেছেন।

তিনি গত দুই সপ্তাহ ধরে বাজারের চেয়ে কম দামে মাংস বিক্রি করছেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত টাটকা এ মাংস কিনতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন।

কম দামে মাংস কিনতে পেরে অনেকে স্বস্তি প্রকাশ করছেন। গরুর মাংস কিনতে আসা এক ক্রেতা বলেন, বাজারের চেয়ে কম দামে মাংস কিনতে পারায় অনেক ভালো লাগছে। সবচেয়ে বড় কথা এখানে চাইলে যে কেও ১০০ টাকার মাংস কিনতে পারবেন। 

এক দিনমজুরি জানান, এক কেজি গরুর মাংস কেনার সামর্থ্য নেই। তবে এই দোকানে কম দামে এবং কম পরিমাণ মাংস বিক্রি হওয়ায় গরুর মাংসের স্বাদ নিতে পারছেন।

মাংস ব্যবসায়ী মো. বিপ্লব খান জানান, মাথা কলিজা সব সহ কুরবানির মতন মাংস বিক্রি করছি। সীমিত লাভে মাংস বিক্রি করছি যাতে করে সাধারণ মানুষ মাংস কিনে খেতে পারে। প্রতিদিন ৫-৬ টা গরু জবাই করা হয়। কেও চাইলে এখানে থেকে ১০০ টাকার মাংস কিনতে পারবেন। চাইলেও ১০০ গ্রাম নিতে পারবে। যার যতটুকু প্রয়োজন সে কিনতে পারবেন। 

তিরি আরো জানান, আমার এখানে কোন অসুস্থ গরু নাই। সব গরু সুস্থভাবে আসতেছে এমনকি প্রকাশ্যে সবার সামনে জবাই করা হচ্ছে। আমার মূল উদ্দেশ্য একটাই সবাই যাতে করে গরুর মাংসে কম দামে কিনে খেতে পারে। 

এখান থেকে যারা কম দামে মাংস কিনে খেতে পারছেন তারা চান এমন একটি দোকান সারাদেশের বিভিন্ন এলাকায় যেন ছড়িয়ে পড়ে। 

ওআ/


 


গরুর মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন